নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

চ্যাঁটিং

১১ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৯

তোমাকে খুব মিস করছি...

কিন্তু তুমি অধরা হয়েই আছো,

এই আসো- ধুমকেতুর মতো

ক্ষণিকের আলো ছড়িয়ে হারিয়ে গেছো।

আমি খুব রাগ করেছি- পাখি,

সকালে করো না ডাকাডাকি।

পাখি যদি হতাম আমি

ছুটে যেয়ে করতাম লাফালাফি।

দূরে নাহি থাকিতাম

ডানা মেলে উড়ে যেতাম।

----আমার রানীর কাছে......।



তোমার, মাঝে মাঝে কি যে হয়?

আমি বুঝি না,

তবু কেন কথা বলি

আমি জানি না।।

আমি আছি তোমারই পাশে,

যতক্ষণ তুমি আছ আমারই সাথে।

...... যেন তুমি;

বিশ্বাস রেখ হৃদয়ে।

হাজার রাতের কথা;

যাবে কি এভাবে বলা?

পথে যদি হয় দেখা-

পায়ে পায়ে হবে কথা,

হাতে হাত –

মাঝে নিশ্চুপ,

এটুকুই মোর সুখ।

মনের কথা বুঝে নেবো,

চোখের ভাষা খুঁজে নেবো,

প্রাণে প্রাণ জাগিয়ে দেবো,

মনে প্রাণ মিলিয়ে মিলাবো।।



কথা দিবো না যদি রাখতে না পারি?

তবে যদি ডাকার মতো ডাক ফেলতে না পারি।

অভিলাশ আছে মনে মানুষ বলে-

গুনের প্রকাশ করি সকালে বিকালে।

উপদেশ নিচ্ছি, শুনছিনা কিছুই;

যদিও ভালো ছেলে- তবুও ছাড়ছি না পিছু ই।

ভালবাসায় ভালবাসা ভালোবেসে ভালবাসবো...

রাগ করো না অভিমানী,

কান ধরেছি এই আমি,

যদি না দেই শরীরে হাত-

কিভাবে কাটাবো পথ?

হোক না হোক বদনাম;

তবুও নেব তোমারি নাম।



তোমার আবার আমি হবো,

আমার হবে তুমি।

তোমার ঠোঁটে ঠোঁট ছোয়াবো-

দেবো ও ঠোঁট চুমি।

কিভাবে বোঝাবো তোমাকে-

ভাষা যে নাই মুখে?

ক্লান্ত আমি হবো না, তবে

ঘাম ঝরবে সুখে।

ঘামবারি যদি হয় সুধা মৃদু?

তবে অমৃত তোমার অশ্রু

পান করবো- এক নিঃশ্বাসে।

অকৃত্রিম ভালবাসা আর বিশ্বাসে।

আশা করি প্রণয়ের...

কারণ আমি জীবিত।

যেদিন সে আশা থাকবে না,

ভেবে নেবে মৃত।

-ঝড়ের পাখি

১১-০৭-১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.