![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর তুমি,সুন্দরতম,
সুন্দর থেকে সুন্দরময়,
জানি না এমন কেন বারে বারে
দেখতে তোমাকে চায়?
লুকিয়ে তাই চুপি চুপি-
তোমাকে দেখে যাই।
দরকার কি হিসাব কষার-
তোমাকে পাই বা না পাই?
চাঁদটকে দেখি ভাল লাগে তাই;
হয়তোবা ভালবাসি।
তাই বলে কি তাকে পাওয়ার
আকাঙ্খা মনে রাখি।
ভালবাসিও ফুলটাকে
গন্ধ-বর্ণ-রুপ সবই।
একাকীত্বে নির্জনতায়
তোমাকে হয় তো ভাব-ই?
হাসতে বুঝি পারে না সবাই;
দেখে তোমার হাসি-
সেই হাসি দেখেএই হৃদয়ে
বাজে বুঝি বাঁশি?
আকাশের ঐ লক্ষ তারা
তোমার চক্ষু তারায় দেয় ধরা,
বাঁচতে বুঝি কষ্ট হবে
এই জীবনে তোমায় ছাড়া?
-ঝড়ের পাখি ১৩-০৪-০৬
২০০৬ সালের ৮ ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২য় বারের মত ভর্তি হলাম। চোখে, মনে, হৃদয়ে প্রেম থই থই করছে। ছোট্ট জীবনে ২য় বারের মত একটি মেয়েকে দেখে মুগ্ধ হলাম। অপলক নয়নে চেয়ে থাকতাম। পরে জানলাম তিনি আমার ১ ব্যাচ সিনিয়ার। ও বলতে ভুলে গেছি তিনি আমার বিভাগেই পড়তেন। দ্বিধায় পড়লাম; তবে হতাশ হই নি। বুকে আশা ছিল হতেও পারে। তাকে দেখতাম আর কবিতা লিখতাম। তাকে নিয়ে লেখা শেষ কবিতা এটি।
কোন কথা হতো না, শুধু লুকিয়ে লুকিয়ে দেখতাম। চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নিতাম। কিন্তু তিনি বুঝতে পারতেন বলে আমার মনে হত। এবং ১ জন জুনিয়ার এর স্পর্ধা দেখে কিছুটা দ্বিধায় তিনিও ভুগতেন। যাই হোক বেশিদিন এই অভিযান চলে নি এক মাসের মাথায় জানলাম তিনি তারই ১ ব্যাচ ম্যাটের সাথে চুটিয়ে ......। সত্যি অনেক কষ্ট পায়নি। কেন জানি মনটা বড় হয়ে গেল। সকল দাবি দাওয়া ভুলে গিয়ে ...... যাও তোমাকে ক্ষমা করে দিলাম...
তারপর দীর্ঘ ৫ বছর একই বিভাগে একসাথে পড়াশুনা করেছি। এমনকি একই ক্যাম্পাসে একই প্রেম কাননে অন্য একটি মেয়ের সাথে আমিও...... উনিও হয়তো সময় এবং বাস্তবতায় আমাকে আর আম্লে আনেন নি।কোনদিন তেমন কিছু মনে হয় নি। তবে যখনই তাকে দেখতাম মনে হত তাকে জানাই আমার সেই স্বল্প দিনের ভাল লাগার কথা। কবিতা গুলো তাকে দিয়ে বলি ... "মনে পরে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে দেকেছি...?'
না বলা হয় নি। কাপুরুশ কি না? কবিরা নাকি কাপুরুশ হয়। তাদের সকল পুরুষত্ব নাকি লেখনিতে?
এখন তিনি সংসার করছেন...দোয়া করি তিনি সুখে থাকুন, খুশি থাকুন।কবির এটুকুই কামনা।সুধু খেদ তাকে কবিতা গুলো দেয়া হল না।-বাহার
২| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮
ঝড়ের পাখি বলেছেন: বুঝলাম না ইমতিয়াজ ১৩ আপনি কি বলেছেন?
৩| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতার ছন্দগুলো ভাল লেগেছে
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ এবং আনন্দিত বোধ করছি আপনার ভাল লেগেছে জেনে।
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ এবং আনন্দিত বোধ করছি আপনার ভাল লেগেছে জেনে।
৪| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ এবং আনন্দিত বোধ করছি আপনার ভাল লেগেছে জেনে।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: +