![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার ঠোঁটে ঠোঁট ছোঁয়াবো
তোমার গালে গাল;
তোমার লালে লাল হবো যে,
আমি প্রেম মাতাল।।
তোমার চলায় পা মেলাবো,
রাখবো হাতে হাত-
তোমার চোখেতে চোখ রেখে
কাটিয়ে দেবো রাত।।
রাগবে তুমি অভিমানে-
করলে খুনসুটি;
স্বেচ্ছা করা বোকামিতে
হাসবে লুটোপুটি।।
-ঝড়ের পাখি
২২/০৮/১৩
২| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৫
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জনে্য; প্রেম তো মনে হয় ১৮ এর ব্যপার।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৫
লেখোয়াড় বলেছেন:
আবেগপূর্ণ প্রেমের কবিতা।
১৮ বছর বয়সের প্রেমের কবিতা।
+++++++++++++++++++++