নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

ঈদের খুশি

০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮

এসেছে ঈদ, নাইযে নিদ;
দু’ চোখেতে আজ রাতে।
কাল সকালে করবো যে ঈদ
গরীব দুখী এক সাথে।
থাকবে না আজ ক্সত-ক্লেশ,
দুঃখ ভুলিয়া হাসবো।
একসাথে মোরা গলাগলি
করে আনন্দেতে মাতবো।

থাকবে না কেউ চুপটি মেরে
একাকী ঘরের কোণে;
আসবে সবাই ঈদের মাঠে
হাসি খুশি মনে।
ফিরনি পায়েস খাবো মোরা
করে কাড়াকাড়ি।
ধরা থেকে সব দুঃখ উবে
যাবে তাড়াতাড়ি।

বাড়াবাড়ি হোক না আজ
মা-বাবা কেউ বকবে না,
খেলবো সবাই হাসি খুশি মনে
ধমক দিয়ে কেউ ডাকবে না।

মনের জানালা খুলে দেবো আজ
সংকীর্ণতা রাখবো না।
ঘুনে ধরা সমাজটা আর
এমন ভাবে থাকবে না।
শপথ নিলাম নবীনরা মোরা
মহা মিলনের দিনে-
ধরাটাকে মোরা সাজাবো আবার
ফুল ফসল আর গানে।
-ঝড়ের পাখি
OD-OE-OB

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: OD-OE-OB ?

ঈদ মুবারক ভ্রাতা !:#P

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭

ঝড়ের পাখি বলেছেন: ঈদ মুবারাক

২| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩

কলমের কালি শেষ বলেছেন: ঈদ মোবারক । :)

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭

ঝড়ের পাখি বলেছেন: ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.