![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরে আমার ময়না-
করিস না আর বায়না!
তোরে আমি কিনে দিমু ভালবাসার গয়না।
ভালবাসার হামি-
সে যে সোনার চেয়ে দামি।
উষ্ণ আলিঙ্গনে তোমায় জড়িয়ে নেবো আমি।
টিকলি হবে চাঁদ-সুরুজে,
লতা পাতার বিছে।
মিছে কেন ঘুরে মরিস মরীচিকার পিছে।
বৃষ্টি হবে স্নানের শাওয়ার,
রোদ হবে হেয়ার ড্রেয়ার।
আমায় পেয়ে খুশি হয়ে করবি নিত্য প্রেয়ার।
আমার চোখে প্লাজমা টিভি-
বল না আর কী কী নি বি?
চাইয়ে দেখ বিশ্ব-জগৎ - মাঙার আগেই পাবি।
-ঝড়ের পাখি
২৮-১০-১৪
২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০
ঝড়ের পাখি বলেছেন: আপনাকে ধন্যবাদ! ভালবাসা নিবেন!
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । শুভেচ্ছা রইল