নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

নিশি রুপ

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩

জ্যোৎস্না রাতে ঝিঁঝিঁ পোকা
ডাকছে ঝোপে-ঝাড়ে।
ঐ খানেতে চুপটি মেরে
ব্যাঙ রয়েছে আড়ে।
নিঝুম রাতে হুতোম প্যাঁচা
হুতোম হুতোম চায়;
চোখ দু’টো তার অগ্নি গোলক
দেখে ভয় পায়।

পূর্ণিমা রাত চাঁদের মাঝে
কালো কালো কি?
ওটা নাকি চাঁদ কলঙ্ক
সত্যিও তা কি?
অমাবশ্যার অন্ধকারে
কেমন যেন গুমোট লাগে,
চারিদিকে কালো আঁধার-
হঠাৎ যেন ভয়টা জাগে।

আকাশের ঐ লক্ষ তারা
মিটি মিটি জ্বলে।
ওরা যেন চুপি চুপি
মনের কথা বলে।
রাতের মাঝে আছে যে রুপ
দেখতে সবাই পায় না।
দেখেছে যারা একবার তা’রে
ভুলতে কেউ পারে না।

-ঝড়ের পাখি
১৪-০৭-০২

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: বাহ !


শুভকামনা :)

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ। আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.