নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

কলিযুগের দেবতা

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

দেবতা হতে আসিনি। মানুষ হতে এসেছি।
কিন্তু কেন জানি দিন দিন দেবতা হয়ে যাচ্ছি!
দেবতা হওয়ার কষ্টে বুকটা হাস-ফাস করছে।
এই পৃথিবীর বিষাক্ত হাওয়া মানুষের জন্য
দেবতার জন্য না।
তাই বাতাসে অক্সিজেন পাই না-
হাঁপানি ওঠে।

প্রতাশ্যা আমারও আছে।
আমিও কিছু পেতে চাই- আর কত দেবো?
ক্ষমা করতে করতে আমি ক্লান্ত!
এই পৃথিবীর মানুষ গুলো এমন নীচ-জঘন্য যে
আমি ক্ষমার দেবী হয়ে যাচ্ছি।
আর কত ক্ষমা করবো......?
ক্ষমা করতে করতে আমি ক্লান্ত!

চাই ন্যায্যটুকু অধিকার, শ্রমের পুরষ্কার।
চাই না ডিজুজের এক্সট্রা খাতির।
কিন্তু আমার মলিন হালকা মুখ
কারো চোখ ধাঁধায় না।
তাই আমি আজ কলিযুগের দেবতা।
যার ভক্তেরা বস্তুবাদী স্বার্থে
এমন নিমজ্জিত যে
আমাকে ডাকার তারা আর
অবসর পায় না।


জয়েন্ট প্রোডাকশন বাই ‪#‎পাতা‬-বাহার

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

সুমন কর বলেছেন: কবিতায় ১ম ভাল লাগা রইল।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

ঝড়ের পাখি বলেছেন: আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ।

আপনি আমার কবিতা নিয়মিত পড়েন সেটাই আমার অর্জন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.