নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

............... কোপিং ...............

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫২

ঘুরছি আমি, ঘুরছো তুমি, ঘুরছে সাথে লাটিমটাও;
ঘুরছে মাউস হচ্ছে লোডিং ঘুরছে সাথে জীবনটাও।
আজকে আমি ভাল অতি- কালকে খারাপ তোমার কাছে-
বলছি আমি বদলাই নি; বদলাও নি তুমিও- তবু সম্পর্কটা তো ঘুরছে।

ঘুরছে ঘুরুক- কার তাতে কি? তার তো বগল বাজছে-
দূরে দেখে দাও তালি দাও- সম্পর্ক তবু ঘুরছে,
ঘুরতে ঘুরতে ১৮০º তে ঠিক সে পৌঁছাবে;
৩৬০º পৌঁছালে তা মোহনাতে মিলবে।

ঘুরছে ঘুরুক ঘুরছে যা যা, হচ্ছে হউক হচ্ছে যা তা;
(বাহার) তোর তাতে কি; হচ্ছে কেন মাথা ব্যাথা?
পারবি না তুই ঘোরা থামা, পারবি না তুই একলা একা।
তার চেয়ে তুই তেল কিনে- দে গোঁফে তা,
নাক ডুবিয়ে চোখ বুজিয়ে- বেসুরো গান গা।

ঝড়ের পাখি
১৪/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.