![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কালকার বাচ্চাগুলো সকাল দেখে না;
ভোরের মিষ্টি রোদ গায়ে মাখে না।
কিচির মিচির পাখির ডাক কভু শোনে না-
ভোরের শিশির হাতে নিয়ে চেখে দেখে না।
আগুন জ্বলা ঝিঁঝিঁ পোকার পিছে ছোটে না।
চাঁদের বুড়ির গল্পে তাদের খায়েশ মেটে না।
ঘুমায় তারা গভীর রাতে- সময় কাটে টিভি দেখে;
খাওয়া কিংবা কান্না- হাঁসি কার্টুন গান চোখে।
ঝড়ের পাখি
১৭-১২-১৪
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ
বেশ চিন্তিত আমি। না জানি ওরা কি হয়ে ওঠে?
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন, বিবর্তন ঘটে গেছে শিশুদের শৈশবেও