নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

নামে কী আসে যায়?-২ ; পরিচয়ের ডিজিটালাইজেশন

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪



আগে যখন হলুদ খামে কোন চিঠি আসতো তখন প্রাপকের স্থানে লেখা থাকতো- নাম, বাবার নাম, গ্রাম, পোষ্ট, থানা, জেলা; কক্ষনো বাংলাদেশও লেখা হতো।

ছোট বেলায় হাতে খড়ির সাথে সাথেও এই ভাবে ঠিকানা লেখা শিখিয়েছে আমাকে- হয়তো সবাইকে।

মেয়ে দেখতে গেলে তাকেও বলা হতো ঠিকানা লেখার জন্য।

এই প্রক্রিয়ায় ব্যবহৃত হতো কিছু অক্ষর (alphabet)। আর অক্ষরের মাধ্যমে নির্দেশ করতো কিছু জলজ্যান্ত মানুষ কিংবা স্থানের ছবি।

দিন বদলাইছে না............? ধীরে ধীরে দিন বদলালো...

আসলো অক্ষরের পরিবর্তে ডিজিট (০,১, ২,...৯)।

মনে করেন আমি (বাহার) টাকা তুলতে গেলাম পোষ্ট অফিস কিংবা কুরিয়ার এ। আমার নাম জিজ্ঞেস করবে? আমিই যে বাহার সেটি যাচাই (নিশ্চিত) করবে কিভাবে? আমার বাবার নাম জিজ্ঞেস করবে না, কিংবা গ্রামের নাম। বলবে এই নাম্বারে একটা কল দেন? নাম্বার মিলাবে। কিসের নাম্বার? ১১ ডিজিটের মোবাইল নাম্বার।

আমার পরিচয় কি তাহলে ঐ ১১ টি ডিজিটে সীমাবদ্ধ? মনে করেন, আমি না গিয়ে অন্য কেউ যদি ঐ ১১ ডিজিট নিয়ে যায় তাহলে সেই ব্যক্তি কি আমার পরিচয় বহন করবে?

আমার পরিচয় আমার জাতীয় পরিচয় পত্রের '8710486940982' এই ১৩ ডিজিট মানেই আমি।
ভাবেন, ভাবতেই থাকুন........................

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.