নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

.।...। না.।.।.।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

ওখানে যেয়ো না তুমি
ওদিকে যেয়ো না।
এটা করো না তুমি,
ওটা করো না।

একথা বোল না তুমি,
ওকথা তো কক্ষনোই নয়।
ওর সাথে মিশো না তুমি
এর সাথেও না।

এটা খেয়ো না তুমি
ওটাও খেয়ো না।
এ বই পড়ো না তুমি
ও বইও না।

প্রতিদিন এরকম হাজারো না শুনতে শুনতে বড় হচ্ছে। ৩০ শে পদার্পণ করেও আজও আমি শুনি। এই সব না শুনতে শুনতে শুরু করেছি আমিও না বলা। না, না, না।

আমাদের বাচ্চাগুলো কী শিখবে? না, না, না!!! নাকি, না কে না বলে করবে মনে চায় যা। একসময় সত্যি কারের না গুলকেও না বলে করে ফেলবে কোন না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

নিলু বলেছেন: লিখে যান

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ! দোয়া করবেন যেন প্রতিদিন লিখতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.