নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

..................... ভালবাসা মানে ..................

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৪

ভালবাসা মানে তোমার আশায় বসে থাকা,
লাভ নেই জেনোও লাভেবল হওয়া-
বৃথা তোমায় ভেবে রোমাঞ্চিত হওয়া।

ভালবাসা মানে ভালবেসে যাওয়া
না পাঠানো চিঠি, না শোনানো গান;
জমিয়ে রাখা কথার ঝুড়ি।
একলা সাজানো প্ল্যান।

ভালবাসা মানে নিজেকে গল্পের নায়ক ভাবা
ভালবাসা মানে কবি হয়ে ওঠা
ভালবাসা মানে নিজেকেই ভালবাসা।

ঝড়ের পাখি
০২-০১-১৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: ব্যক্তি বিশেষে ভালোবাসার ভিন্নতা থাকতে পারে। আপনার ভিন্নতা ভালো লাগলো।

//ভালবাসা মানে নিজেকেই ভালবাসা।//
এই পঙক্তিটি আমার কাছে একটু ভিন্ন মাত্রা পেয়েছে। স্বাভাবিক পঠনে স্বার্থপরতার কথা মনে হতে পারে কিন্তু একটু গভীরে গেলে এর সুবাস পাওয়া যাবে। যাকে মানুষ ভালোবাসে, তার জন্যও হলেও নিজেকে ভালো রাখা দরকার বৈকি। আর নিজেকে ভালো রাখতে হলে নিজেকে ভালোবাসতেও হবে। ভালোবাসা পেলে যেকোনো জিনিস সজীব হয়ে উঠতে বাধ্য।

ভালোবাসার ভিন্ন উপস্থাপনা ভালো লাগলো।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩০

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার যে কি ভাল লাগছে আমি আপনাকে বোঝাতে পারবো না। কারণ আপনি আমার না পয়েন্ট অফ ভিউ টা ধরতে পেরেছেন। পাশাপাশি এত সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন যার প্রতিটি শব্দই যেন আমার শেষ পঙক্তিটিকে প্রতিনিধিত্ব করছে।

আমি নিজেও এই দর্শন অনুসরণ করি।

আপনার মন্তব্য আমাকে আরো লিখতে উৎসাহিত এবং আমাকে সমৃদ্ধ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.