![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পুড়তে চাই, চাই পোড়াতেও,
আমি জ্বলতে চাই, চাই জ্বালাতেও।
বলতে চাই মন খুলে, বাঁচতে চাই মুখ খুলে।
সুখী হতে চাই, সুখী করতে চাই শত প্রতিকুলে।
আমি হাত চাই, চাই সাথও
পাশে পাশ চাই, চাই পাতও।
আমি সুখ চাই, সুখে বুক চাই,
বুক চাই- বুকে মুখ চাই,
মুখ চাই মুখে হাঁসি চাই,
আমি হাঁসি চাই, তাতে ভালবাসা চাই,
ভালবাসা চাই, সাথে আশা চাই,
আশা চাই, সাথে ভাষা চাই।
মুখে ভাষা চাই, চোখে স্বপ্ন চাই-
সেই স্বপ্নে আমাকে চাই।
...... আমি আমাকেই চাই....
-ঝড়ের পাখি
২৮-১০-২০১৪
ছবিঃ নেট।
২০ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম।
২| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:১২
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন ।।
২০ শে মে, ২০১৮ বিকাল ৩:২০
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লেগেছে- সেটাই বড় প্রাপ্তি।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: বেশ ভালো হয়েছে।