নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

জলাঞ্জলি

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

থাক না কিছু জলাঞ্জলি
অঞ্জলির মাঝে।
সব কিছু যে কাব্য হবে
কে বলেছে কবে।
হোক কিছু ছড়াছড়ি-
ছড়াগুলোর ফাঁকে।



কিছু না হয় রঙের লেপন
রঙ তুলির আঁকে।
কিছু হল ভাব বিনিময়
ভালোবাসার ঝাঁকে।
কস্টগুলো ডিম পাড়ুক আজ-
লাল- নীল এ্যালবামে।

কিংবা ঝরুক অভিমান সব
বৃষ্টি গুলোর নাকে।
আমি না হয় উড়েই যাবো-
মৃদু এক ফুঁৎকারে।


তোমরা যারা টিপ টপ টপ
গোছানো ক্যনভাসে।
কিংবা বেশ দাপুটে
নিজস্ব আত্মবিশ্বাসে।
আমি তখন দোদুল্যমান
আত্ম অবিশ্বাসে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৬

কাইকর বলেছেন: আহা....... চমৎকার। শব্দ চয়ন বেশ। মন কেড়েছে আপনার কবিতা। খুব ভালো লাগলো পড়ে।আমি ছোটখাটো গল্পকার। সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন। ধন্যবাদ ও ভালবাসা রইলো।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ। আপনার ভালোলাগাই আমার লেখা তৃপ্তি।

২| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ। নিয়মিত লিখতে উৎসাহ পাবো।

৩| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪

সনেট কবি বলেছেন: খুব সুন্দর

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ!

৪| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৫

মীর সাজ্জাদ বলেছেন: বেশ গোছালো হয়েছে।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ! আমিতো অগোছালো করতেই চেয়েছিলাম।

৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

মীর সাজ্জাদ বলেছেন: আসলে আপনার আত্ম-অবিশ্বাসই আপনাকে লেখাকে সুসজ্জিত করেছে।

৬| ২০ শে মে, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ। নিয়মিত লিখতে উৎসাহ পাবো।

অবশ্যই নিয়মিত লিখবেন।

৭| ২০ শে মে, ২০১৮ রাত ১১:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন +

২১ শে মে, ২০১৮ সকাল ১১:১০

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.