![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন রাস্তায়
শত শত লাশ যায়
কেউ ফেরে লাশ হয়ে
কেউ ফিরে পস্তায়।
কেউ মরে বস্তায়
কেউ যায় সস্তায়
কেউ মরে বেঁচে যায়
কেউ মরে আস্থায়।
কারো শুধু হাত যায়
কারো যায় পা
কেউ হারায় সবকিছু
কেউ হারায় বাপ-মা।
কেউ মরে বাসে
কেউ বা লঞ্চে
নিত্য দেখো মরেছে কেউ
প্লেনে কি ট্রেনে।
মরবো আমি নিশ্চিত
তবু বাঁচতে চাই কিঞ্চিৎ।
২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৭
ঝড়ের পাখি বলেছেন: নলকুপটার অপমৃত্যু। কবিতার সাথে সামঞ্জস্য এর চেয়ে ভালো কোন ছবি আমার কাছে নেই। নলকূপ গুলার এই অপমৃত্যু এক উন্নয়নের অপমৃত্যুর সাক্ষী।
২| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি অপমৃত্যু কাম্য নয়। সুন্দর লিখেছেন?
২২ শে মে, ২০১৮ সকাল ৯:৪৭
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ।
৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:১০
কাইকর বলেছেন: ভাল লিখা।
২২ শে মে, ২০১৮ সকাল ৯:৪৮
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ!
৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে মে, ২০১৮ সকাল ৯:৪৮
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: ++++
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৮ সকাল ১১:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছবির রহস্য কি??