নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম হীন

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৬

গানের পাখি গান ভুলে আজ
প্রাণ খুলে পান খায়।
ব্যস্ততার ইঁদুর দৌড়ে- বিধ্বস্ত
আমার খালি হিসি পায়।

মনে নেই কিছু কিংবা থাকে না মনে
ভুলে যাই ইচ্ছে করে ভুলোমন কোন খানে
পড়ে আছে, শুয়ে আছে নাম, লেশ হীন
ধুসর খামে বন্দী হয়ে ক্লান্ত - মুক্তি হীন।

কাব্য বৃথা, কাঁথা নেই যেথা অথবা রুটি।
ঘুমহীন, সুখহীন- দিনযাপন থেকে চাই ছুটি।
মুখ খুলে বুক খুলে হাসতে চাই- ভুলে ভ্রুকুটি।
হোক না, থাক না আমার হাজারো স্বেচ্ছা ত্রুটি।

মরে যাক, ফের ফিরে পাক প্রাণ-
মরা গাঙে জল এসে হোক বহমান।
আগুন আর পানিতে মিলে মিশে
জ্বলে উঠুক, পুড়ে যাক সব শেষে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

সনেট কবি বলেছেন: ভাল লাগল।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

ঝড়ের পাখি বলেছেন: আপনার ভালো লাগাই আমার অনুপ্রেরনা।

২| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:২৭

রোকনুজ্জামান খান বলেছেন: আমার নতুন গল্প।
"""ট্রিপল ফিল্টার টেস্ট""""
লিংক
http://www.somewhereinblog.net/mobile/blog/rkrokon14
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ।

৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: ছন্দ মিলিয়ে লিখতে গিয়ে ছন্দপতন হয়েছে।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৬

ঝড়ের পাখি বলেছেন: রাজীব নুর ধন্যবাদ আপনি পরেছেন যে।
আমি আমার কোন লেখায় নির্দিষ্ট কোন ছন্দ মেনে লিখিনা। আমি মূলত আমার মনের কথা গুলোই প্রকাশ করি। সেটা ছন্দ হলো কি না কিংবা কবিতা হলো কিনা আমার সেটা নিয়ে মাথা ব্যাথা নেই। আমি শুধু উপস্থাপন করতে চাই আমার চিন্তাগুলোকে।

৪| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: খালি হিসি পাওয়ার ব্যাপারটা বুঝলাম না। তাছাড়া ভাল লেগেছে আপনার লেখাটি।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৫

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আমার যখন খুব বেশি টেনশন কিংবা চাপের ভিতর দিয়ে যাই- তখন সত্যই আমার ঘন ঘন হিসি পায়। মধুমেহ রোগে ভুগছি কিনা তাই।

৫| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: আগুন আর পানিতে মিলে মিশে জ্বলে উঠবে? কিভাবে?
এ যেন সোনার পাথর বাটি!

৬| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ এতো সুক্ষভাবে মনোযোগ নিয়ে পড়ার জন্য। কবিতার শেষে কিছু অবাস্তব রূপকের আশ্রয় নিয়েছি। কবিতাটিতে হাংরি আন্দোলনের অনুকরণের চেস্টা করতে গিয়েই এমন রুপক ব্যভার করেছি।

তবে পেট্রোলিয়াম জাতীয় পদার্থে সৃষ্ট আগুন কিন্তু পানিতেও মিশে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.