নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝড়ের পাখি

ঝড়ের পাখি

যা আসে মনে, নিয়ে আসো মুখে; মুখে যা বল তুমি, লিখে ফেল.....

ঝড়ের পাখি › বিস্তারিত পোস্টঃ

মাতাল

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬


পান করার পর আমাকে মাতাল বলো না
কেননা, পান করাও তো একটি উপাসনা।
ও মাতাল, কেমন মাতাল? যে হয় না বুঁদ নেশায়।
ও মাতাল, কেমন মাতাল? মদ খেয়ে ভোগে তওবায়।

ও মাতাল, কেমন মাতাল? জীবনে যার দুঃখ নেই।
ও মাতাল, কেমন মাতাল? যার পাশে আমি নেই।

প্রেমের গলিতে তুমি যেও না- প্রেমে যে বড় বদনাম।
প্রেম যে আমার দেবতা হায়- প্রেমিক যে মোর নাম।
প্রেমের প্রতিটি পদে পদে মৃত্যু যে খুব স্বাভাবিক।
প্রেমে জীবন দেয়ার নামই তো প্রেমিক।

হিন্দি সিনেমা মুসাফির এর সাকি ও সাকি গানের অংশবিশেষের ভাবানুবাদ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২৫

ঋতো আহমেদ বলেছেন: আপনার মৌলিক কিছু পোষ্ট করুন

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৪

ঝড়ের পাখি বলেছেন: নিয়মিত কিন্তু মৌলিকই পোস্ট করি। আজকে একটা অনুবাদ দিলাম।
যদিও কোনটি মৌলিক আর কোনটি মৌলিক না। সেটা নিয়ে বেশ দ্বিধায় থাকি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫

লাবণ্য ২ বলেছেন: সুন্দর

২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:২১

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮

মোঃ আল-আমিন৯৮ বলেছেন: আমার কাছে আপনার পোষ্টটি খুবই ভাল লাগছে। কারণ হল এইটি একটি শিক্ষানিয়ক লেখনিয়ক তাই।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:২২

ঝড়ের পাখি বলেছেন: ভাই আনন্দিত আপনার ভালো লেগেছে জেনে। কিন্তু এটাতে শিক্ষণীয় কি আছে সেটা তো আমি বুঝলাম না।

৪| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:১৬

কাইকর বলেছেন: বাহ....সুন্দর

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:২৫

ঝড়ের পাখি বলেছেন: ধন্যযোগ

৫| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: শেয়ারে ক্রসফায়ার। #:-S

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৩

ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। সরকারের মতে মদ এবং সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য কিন্তু মাদক এর আওতায় পরে না।

৬| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: বিরক্তকর।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

ঝড়ের পাখি বলেছেন: কেন ভাই?

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেন ভাই?

আর একটু গুছিয়ে লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.