![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন করো না;
তুমি প্রশ্ন করো না
প্রশ্ন করে বৃথা আমার
সময় নষ্ট করো না।
প্রশ্ন করা বাজে জিনিস
প্রশ্ন করেই হবে ফিনিশ
প্রতিষ্ঠিত ধারণা
তাই প্রশ্ন কাম্য না।
ছবি- গুগল।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ!
২| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪
পলাশ আকতার বলেছেন: এটা কি রম্য ছিলো?
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১
ঝড়ের পাখি বলেছেন: আপনার কি মনে হয়?
৩| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪
নিতাই পাল বলেছেন: আপনার কাছ থেকে কিছু জানতে ইচ্ছে করা, তাই প্রশ্ন করি!সেটা কি আমার অপরাধ? প্রশ্ন করা দোষের কিছু নয়তো!
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭
ঝড়ের পাখি বলেছেন: কার কাছে করছেন- সেটা বিবেচ্য? অথরিটি'র কাছে প্রশ্ন করে দেখেন- পিঠের ছাল থাকবে না। ধর্ম প্রচারক, রাজনীতিবিদ, বর্তমান সময়ের শিক্ষক এবং বাবা-মায়েরাও প্রশ্ন পছন্দ করেন না।
তাই আক্ষেপে লেখা।
আমার কাছে আপনি হাজারটা প্রশ্ন করতে পারেন।
৪| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুমি প্রশ্ন করনা আমায়
আমি মরে যাব বিনিময়ে লজ্জায়.........
কবিতা পড়ে গানটা মনে পড়ল।
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯
ঝড়ের পাখি বলেছেন: গুগলে সার্চ দিতে গিয়েও ঐ গানটা পেলাম।
ধন্যবাদ পড়ার জন্য।
৫| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭
কানিজ রিনা বলেছেন: আমি প্রশ্ন করবই এই দেশটা সত্যি কি
স্বাধীন হয়েছিল? বঙ্গবীররা কোথায় উত্তর
দিন, আমাদের বঙ্গমাতা কাঁদলে শিশুকে
দুধ দিতে রাজী হয়না। আপনার সন্তান
চাপাতী হাতুরী হাতে এক ভাই আর এক
ভাইকে খুন করছে। ধন্যবাদ সুন্দর কবিতার।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯
ঝড়ের পাখি বলেছেন: এতো প্রশ্ন করলে চাকরি থাকবে না!
ধন্যবাদ -আমার কবিতার আড়ালের প্রশ্ন গুলো উপস্থাপন করার জন্য।
৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: প্রশ্ন করতে হবেই।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০
ঝড়ের পাখি বলেছেন: কার কাছে করবো?
গুগল মামা ছাড়া তো আর কেউ উত্তরই দেয় না।
ঊল্টা মারতে আসে।
ধন্যবাদ!
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কার কাছে করবো?
গুগল মামা ছাড়া তো আর কেউ উত্তরই দেয় না।
ঊল্টা মারতে আসে।
ধন্যবাদ!
হা হা হা
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন!!
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
ঝড়ের পাখি বলেছেন: অনেক দিন লেখা হয় না।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮
এ.এস বাশার বলেছেন: সুন্দর।