![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক ভুল সময়ে, ভুল তিথি, ভুল ক্ষনে জন্ম আমার।
ভুল মানুষের সাথে নিত্য বসবাস,
আজন্ম ভুল পথ, ভুল মতাদর্শে চলি-
অন্তহীন ভুল গন্তব্যে।
ভুল পরামর্শে, ভুল উপদেশ শুনে নিই-
এক গভীর অতল ভুল সিদ্ধান্ত।
আজন্ম মেতেছি আমি ভুল ভালবাসায়,
মরিচিকায় আর ভুল আলেয়ায়।
৩০ বছর শেষে খেরো খাতা খুলে দেখি
জমা-খরচ ভরে আছে বিশাল এক ভুলে।
কিংবা হয়তো আমি নিজেই একটা মস্ত ভুল।
বাস করি ভুল কোন দেহে কিংবা আত্মায়।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
ঝড়ের পাখি বলেছেন: এতো গুলো ভুল শুধরাতে গেলে পুর্নজনম লাগবে। সঠিক তিথি দেখে।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
কবির নাঈম দোদুল বলেছেন: আমরা সবসময় এমন একটা ভুল ধারণায়, ভুল অবস্থানে অবস্থান করি। আসলে কোনটা সঠিক, কোনটা ভুল তা বুঝতেই কেটে যায় অনেক দিন। ভাল লিখেছেন, ভাল লেগেছে।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ!
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভুল পরিবেশে বেড়ে ওঠা মানে ভুলভাবে,ভুল নিয়ে বেড়ে ওঠা। অনেকেই ভুল নিয়েই মরে যায়।
তবে ভুল বুঝতে পারলে শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
ভালো উপস্থাপন।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
ঝড়ের পাখি বলেছেন: ধন্যবাদ
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: যারে ঘর দিলা সংসার দিলারে, তারে বৈরাগী মন কেনো দিলারে...
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২
হাবিব বলেছেন: এতোগুলো ভুল যখন বুঝতে পেড়েছেন এখন সঠিকটা বেছে নিন