![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিত জীবনব্যবস্থাই আমাদের অনিশ্চিত গন্তব্যের পথে প্রধান বাঁধা
তোমার জন্য এই সকাল,
কিংবা ক্লান্ত বিকাল
হটাত ই হয় আনন্দের।
কখনো বা বিশাদম!!
নিজেই ভাবি অবাক হয়ে
জীবনে কি এও সম্ভব!!
হঠাত এ হই আনন্দিত,
পরক্ষনেই তা বিশাদ!
কি করছি আমি???
শুধুই ভাবি কখনো কি
সত্যি মিলবে?
ভাসমান এই জীবনের হিসাব !!
হয়তোবা হ্যা, কিংবা না...
ভেবেই বা কি উপায়??
আমরা সকলেই তো
ভাগ্যের কাছে নিরুপায়...
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৭
দুখাই রাজ বলেছেন: হিসাব মেলানো শক্ত ভাই । শুভ সকাল ।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০
ভাসমানঘুড়ি বলেছেন: ধন্যবাদ আপনাদের । @সেলিম আনোয়ার @দুখাই রাজ
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: আমরা আসলেই নিরুপায় ।