![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিত জীবনব্যবস্থাই আমাদের অনিশ্চিত গন্তব্যের পথে প্রধান বাঁধা
প্রতিটি কাজের ফাকে
একটু করে তোমাকে খোজা;
আর পুরোনো স্মৃতি ঘেটে কিছু
তুমিময় ঘটনা বের করা...
তোমার মনকে বোঝার আধো অপচেষ্টা ।
জানিনা এতে বারবে কি কমবে
তোমাকে পাবার তেষ্টা ।
নিজের উগ্র আবেগগুলো উপস্থাপন করে
কি আসে যায়???
কি আসে যায় কোন কিছুই না
প্রকাশিত হলে??
যদি অনেক কিছুর সঙ্গাই
নতুন করে দেখা দেয়...
তবে আমি দোষ ই বা দিব কাকে ??
চারপাশে প্রচন্ড ঝড়!!!
আর অঝর বারিধারা;
ধুর!!! ছাইপাশ ভেবে কি হবে??
আমি নিজেই তো আজ "আমি-ছাড়া" ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১
ভাসমানঘুড়ি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩১
নিলু বলেছেন: লিখতে থাকুন