![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্মানিত সিনিয়র ব্লগার বৃন্দ। সংস্কৃতির আঙ্গিনায় আমার মাত্র যাত্রা শুরু। তাই শুরুতেই আপনাদের জানাই ছালামও শুভেচ্ছা। হাতে খড়ি নিয়ে এ ভুবনে আমার মাত্র শুরু। যদিও শুরু করেছি ১৯৯৮ সালে কিছু দৈনিকে আর্টিক্যাল লেখা লেখি দিয়ে। তার পর বাংলা একাডেমির একুশে বই মেলায় লিখেছি চারটি উপন্যাস। সুখ না জানি, স্বপ্নবিলাস , ফিলিস্তিন রণাঙ্গনে ইয়াসির আরাপাত, এবং নির্লজ্জের স্বর্গবাস। সব শেষে এসে ২০১৪ সালের প্রথম দিকে এটিএন বাংলায় প্রচারিত হয়েছে আমার লেখা নাটক এ্যকুরিয়াম। পরিচয় দিতে গিয়ে ভুরের জন্য ক্ষমা প্রার্থি। পরিচয় লগ্নে আর বেশি কিছু নয়। পরিশেষে সবাইকে একটি করে লাল গোলাপ। আশা করি পেয়েছেন। শুভ কামনায় বেলায়েত হোসেন ইমন।....ও হ্যাঁ, আর একটি কথা। কাজী নজরুল বলেছেন, গেছে দেশ দুঃখ নাই,আবার তোরা মানুষ হ। হ্যাঁ আমরা মানুষের মত মানুষ হবো। এ প্রত্যায়....আল্লা হাপেজ।
©somewhere in net ltd.