![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না। মেয়েদের বিরুদ্ধে বলছিনা আমি। তবে নারী বলে কথা। আমরা কেন ? স্বয়ং মহান আল্লাপাক রাব্বুল আল আমিন নিজেও নারীদের অতি সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আর তাই পবিত্র কোর আনে সূরাতুন নিসা নামের সম্পূর্ণ একটি আলাদা সূরায় নারীদের নিয়ে আলোচনা করেছেন। এখানে নারীদের অধিকার, অনধীকার,সম্মান এক কথায় তাদের এমন কিছু বাকী রাখেননি যা এই সূরায় আলোচনা করা হয়নি। সেখানে আল্লাপাক নারীদের অধিকার এবং সম্মান যে পুরুষদের চাইতে বেশি দিয়েছেন তারই ঘোষনা দিয়েছেন। তাহলে কেন চাইবেনা তারা তাদের অধিকার ?
হ্যাঁ। চাওয়ার চেয়ে পাওয়া বেশি হলে যেমন হয়। তাইতো মনে হয় তাদের অতৃপ্ত আত্নাটা জ্বলে পুড়ে অঙ্গার আজ। আচ্ছা বলুনতো ১০ টাকার মধ্যে ৭ টাকা পেয়েও যদি আপনি ৫ পাওয়ার জন্য প্রতিবাদ করেন সেটা কেমন জানি পাগলের প্রলাপ বলে মনে হবেনা ? বলছিলাম নারীদের সমান অধিকারের কথা। সমানের চাইতে বেশি পেয়েও আজ তারা মাঠে নেমেছে অনৈতিক আর আপত্তিকর বেশে সমান অথিকারের জন্য। এমন অবস্থাকে সেই পাগলামীর সাথে তুলনা করলে অত্যুক্তি হবেনা মনে হয়। এতক্ষণ যা বললাম সেটা আমার মূল বক্তব্য নয়। তবু যেন সে বক্তব্যকে এড়িয়ে যাওয়ার ও কোন উপায় নেই।
কথা হচ্ছিলো চড় খাওয়া আর দেওয়া নিয়ে। মিডিয়া চ্যানেলের নাটক সিনেমায় যে ভাবে ছেলেরা মেয়েদের হাতে চড় খাওয়া শুরু করেছে, জানিনা এখান থেকেই কি তাদের সমান অধিকার আন্দোলনের যাত্রা শুরু কিনা ? তার মানে আমি বলছিনা ছেলেরাও মেয়েদের এমনি ভাবে চড় তাপ্পড় মেরে প্রতিশোধের জ্বালা মেটাক। পরকাল এবং আল্লাপাকের বিধানের কথা নাই বা বললাম,ছেলে কিংবা মেয়ে যাই বলুন কারোই এভাবে সামাজিক ইমেজ কিবা ভাবমূর্তি ছোট হোক এটা কারোই কাম্য হতে পারেনা। আশা করি সিনেমা নাটকের শ্রদ্ধাভাজন পরিচালকদের বিষয়টা বোধগম্য হবে।
©somewhere in net ltd.