![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় বলে রাজনীতির শেষ বলে কিছু নেই। আমি বলি ভালোবাসার শেষ বলে কিছু নেই। আর লোকে কি বলে তাহলে শুনুন....
এই প্রযুক্তির যুগে এসে ফেইসবুক আর মোবাইল প্রমাণ করতে সক্ষম হয়েছে যে, ভালোবাসার শেষে নাকি অবশিষ্ট কিছু খুঁজে পেয়েছে। তার নাম দিয়েছে ভালোবাসা ও অবশিষ্টি।
রাগ করছেন আপনারা ? কেন আসল কথা বলছিনা ? শুনুন তাহলে ...
আমাদের হ্যাপী আপুর কথা বলছি। হ্যাপী আপু নিজেকে সুখী করার জন্য অনেক কাঠ খড় পুড়িয়ে মিডিয়া জগতে পা রেখেছে, একটু সুখ পাওয়ার জন্য। তাই তো ভালো ছিলো। কেন যে ছোট্ট আপু মিডিয়া জগত ছেড়ে চক্কা মারার জন্য ব্যাট বল হাতে নিলেন বুঝিনা। চক্কা হাঁকাতে গিয়ে পুরোদমে ভোল্ট ! আর আমাদের ছোট্ট ভাইয়া রুবেল হলো, রান আউট ! এ নিয়ে এখন বিসিবি তে চলছে দেন-দরবার। দেখা যাক কে সুখী হয়। হ্যাপী আপু নাকি রুবেল ভাইয়া ?
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
বেলায়েত হােসেন ইমন বলেছেন: মিষ্টি খাওয়ার জন্য তৈরী থাকুন। বলাতো যায়না ....
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
ইমরান আশফাক বলেছেন: রুবেলের সতর্ক হওয়া উচিৎ ছিলো। হ্যাপি না হউক অন্য কেউ কোন না কোন সময় তাকে ঠিকই টার্গেট করত। অন্যান্য ক্রিকেটাররা তো ঠিকই নিজেদের সংযত রাখতে পেরেছে এদের আগ্রাসন থেকে। জানিনা ডাক্তারী রিপোর্টের পর ঘটনা কোনদিকে গড়াবে।