![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Belayet Hossain Emon added 2 new photos.
13 mins ·
মাঝ রাতে হঠাৎ আবার সজ্ঞা হারিয়ে ফেললেন। এ নিয়ে তৃতীয় বার স্ট্রোক করলেন। প্রথম স্ট্রোক করে ১৯৯৬ সালে। ভাগ্যের বড়ই সৌভাগ্য বলা যায়। পর পর দু’বারই বেঁচে যায় সেই কপালে। তার পর থেকে বেঁচে আছেই সার। যাকে বলা যায় অন্তসারশূন্য। মরিয়াই বেঁচে থাকা। এবার কিছুতেই ডাক্তার গণ রোগীকে আশঙ্কা মুক্ত বলতে পারছেননা। আর কত? অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছেন ডাক্তার গণ দিনের পর দিন। তার আগেই রাজনীতি ICU র,সিট দখল করে বসেছে । এতে বলা যায় ভালোবাসার ভাগ্য ভালো। রাজনীতির শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে নিয়ে যাওয়া হয় লাইফ সাপোর্টে। তাই ভালোবাসা এখন আইসি ইউতে। ডাক্তার গন বড়ই দুশ্চিন্তায় রয়েছেন। দেশ বিদেশ থেকে ছুটে আসেন নামি দামি ডাক্তারগন ও। চিকিৎসার পাশাপাশি চলে তাদের দপায় দপায় মেডিক্যাল বৈঠক। তাদের ধারনা, উন্নত চিকিৎসায় হয়তো রাজনীতির অবস্থার উন্নতি হলেও হতে পারে। কিন্তু ভালোবাসা ! সে বড়ই দুর্ভাগা। ভারত যে ভাইরাস ছেড়েছে বাংলাদেশে। তার এন্টিভাইরাস এখনো আবিস্কার করেনি তারা। সরি ভ্যালেন্টাইন্স ! আই এম সরি। উই আর সরি। আমরা তোমাকে গ্রহন করতে পারলামনা তাই। কারন: আমরা মুসলমান।
©somewhere in net ltd.