নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন › বিস্তারিত পোস্টঃ

“ ঘাত প্রতি ঘাতের ভালোবাসা : প্রেক্ষাপট বাংলাদেশ ”

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৩

বেদনায় নীল। ভালোবাসায় ও তাই মনেহয়। কিন্তু এতটুকু ? তা বুঝে ওঠার আগেই যদি জীবনকে বলি দিতে হয় সেচ্ছায় প্রণোদিত হয়ে, তবে কেন মিছে এ ভালোবাসা ? যে ভালোবাসার অবসান ঘটিয়ে স্বার্থ পরের মত নিজেকে যন্ত্রণা মুক্ত করে নিলো;অথচ সারা জীবনের জন্য কাঁদিয়ে গেলো দুঃখিনি বাবা মা কে। সম্প্রতি এমনি নির্বুদ্বিতার পরিচয় দিতে গিয়ে অকালে ঝরে গেলো এ দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গুলোর কত গুলো মেধাবী প্রাণ। বাজারের এমন সস্তা ভালোবাসার জন্য ঠুনকোতেই কেন এ ভাবে জীবন দিতে হবে ? যেসব মেয়েদের ভালোবাসার ধারন ক্ষমতা একেবারে নেই বললেই চলে, তাদের সাথে সখ্যতা গড়ে তোলার আগে ভাবতে হবে গভীর থেকে। পরিসংখানে দেখা যায় ভালোবাসা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে মেয়েরাই বেশি এগিয়ে। তাই ভালোবাসা করার আগে প্রতিঘাতের ভাষা শিখে নিতে হবে ছেলেদের। প্রয়োজনে মেয়েদেরকে ও।তবেই এভাবে অকালে প্রান ঝরে যাওয়ার প্রতিযোগিতার হার কমে আসবে এদেশে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.