নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন › বিস্তারিত পোস্টঃ

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে !!!

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩২

--- লেখক মনিষীদের এ কথা স্বীকার করতে গেলে যে কোন এক পক্ষকেই আজ মিথ্যার পক্ষে আশ্রয় নিতে হবে। তাহলে কারা সে পক্ষের ? লেখক না পাঠক গণ ? নিশ্চয় মনীষিদের এ কথা মিথ্যে প্রমাণ করে কেউ তাদের খাটো করতে চাইবেনা। তাহলে কি আজ আমরা পাঠকরাই মিথ্যার পক্ষ নেব ? আনেকে যামানার(যুগ) ঘাড়ে এ দোষ চেপে দিয়ে নিশ্চুপ থাকার চেষ্টা করে থাকেন। তার মানে আইয়েমে জাহিলিয়া বা মক্কার সেই অন্ধকার যুগের আবির্ভাব পূনরায় ঘটেছে বলে মনে করছে। হ্যাঁ। আজকের মানুষ নামের সেই পাষন্ড নরপীষাচরাই সেই জাহিলিয়া যুগের সুত্রপাত ঘটাচ্ছে আবার। শিশু রাজন আর রাজীব হত্যার রেশ কাটতে না কাটতেই শাকিল আবু সামার নির্মম হত্যা কান্ড এখন সমাজের তুলকালাম খবর। দেশে এখন অবাধে চলছে লোম হর্ষক হত্যাকান্ডের হলি খেলা। পাষন্ডদের অত্যাচারিত এমন লোলপ দৃষ্টি এখন শিশু কিশোরদের উপর ভর করেছে। শিশুরা মায়ের পেটেও আজ আর নিরাপদ নয়। তাহলে আজ এ সমাজের মানুষ গুলো কেন এত অসহায় ? কোথায় তাদের খুঁটির এত শক্তি ? আসুন। এদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী নিয়ে আমরা সোচ্ছার হই সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.