নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন › বিস্তারিত পোস্টঃ

“ সালমান খানের নুতন প্রেমিকা সুজি খান ”

১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১


যদি বলি ছবির এই মেয়েটিই সালমানের নুতন প্রেমিকা ! কি। অবিশ্বাস করবেন কথাটা ? নাকি নড়েচড়ে বসবেন। এরই মধ্যে অনেকে আবার চোখ কছলে পূনর্বার দেখে নিচ্ছেন। আসলে কি সত্যি বলছি ! হ্যাঁ ঘটনা সত্যিই। সুজি খান নামের নয় বছরের এই মেয়েটি সালমান খানকে আই লাভ ইউ বলে পুরো মিডিয়া জগতকে বিস্মিত করে দিয়েছে। এত কম বয়সি একটি মেয়ের সঙ্গে প্রেম করছে সালমান !
হ্যাঁ। প্রেম করছে সত্যি,আই লাভ ইউ বলেছে তাও সত্যি। তবে প্রেমের ধরনটা একটু ভিন্ন। ভারতের কিংবদন্তি নায়ক সালমান খান মেয়েদের হৃদয়টাই একটু বেশি জয় করে নিয়েছে। শুধু মন জয় কেন ? হৃদয়ে রক্ত ক্ষরণও করে দিচ্ছে হর হামেষা।
আসল কথাটা এবার বলা যাক। ভারতে সালমানের সাড়া জাগানো সফল ছবি “বজরঙ্গি ভাইজান ”। এ ছবিতে ছোট্ট কিশোরী মুন্নির প্রতি সালমানের দায়িত্ব আর একনিষ্ঠ ভালোবাসা দেখে সুজি খান কেঁদে বুক ভাসিয়েছিলো। তার এ কান্না কিছুতেই থামানো যাচ্ছেনা বলে তার পরিবার থেকে জানানো হলে সালমান নিজেই সরাসরি চলে যায় সুজি খানের বাড়িতে। সে তার কান্না থামাতে গিয়ে বললেন, সে সুজিকে ভালোবাসে। অমনি সুজির কান্না থেমে যায়। সাথে সাথে সুজিও বলে দেয় সালমানকে “আই লাভ ইউ”।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০

বুরহানউদ্দীন শামস বলেছেন: ;)

২| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৪

শায়মা বলেছেন: হা হা আমরাও এই পিচ্চিকে ভালোবাসি।:)

৩| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: বেচারা সালমান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.