![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনামটি ছিলো কোন এক দৈনিক পত্রিকার। স্বভাবতই এখন প্রশ্ন আসে, আর কত দূর এগিয়ে যেতে হবে নারীদের ? এর উত্তর তাদের নিজেদের ও জানা নেই। সমাজের চাল চিত্র দেখলে বুঝা যায় অলরেডি শতভাগ ওভারকাম করে ফেলেছে তারা। তবু সমাজের কেউ কেউ চাইছে তাদের আরো এগিয়ে নিতে। আমার মনে হয় মাইনাসে যাওয়া ছাড়া আর কোন অপশন নেই তাদের। ঠিক তাদের কথাই বলছি,যারা সমাজের মাইনাস অপশনে রয়েছে অর্থাৎ পতিতারা সেই সুজোগটা কাজে লাগিয়ে চাইছে এখন সামাজিক স্বীকৃতি। নাউজুবিল্লাহ।
এ প্রসঙ্গে ছোট্ট একটা উদাহরন দেয়া যায়। ভারতের এক চিত্র পরিচালক নায়িকাকে মিনি স্কাট পরিয়ে শর্ট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্যামেরার সামনে নায়িকাকে বেশ ভালোই লাগছে তার কাছে। আরো ভালো কি ভাবে লাগা যায় সে চিন্তা তার মাথায় এলো। পরিচালক এবার নায়িকাকে বললো, ঠিক হচ্ছেনা আর একটু উঠাতে হবে ! কি আর করা নায়িকা তাই করলো। রাক্ষসী বাঘের মত চেয়ে থেকে পরিচালক বললো, আর একটু হলে ভালো হতো। রাগ হয়ে নায়িকা পুরোটা উপরে তুলে ফেলে বলে, এবার বলুন আর কতটুকু নামাতে হবে ?
২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নারীকে আরো উপড়ে উঠা বলতে পুরুষ অপেক্ষা উপড়ে না কি পুরুষের সমপর্যায়ে সেটাই তারা নির্দ্ধারন করতে পারছেন না বোধহয়। উপড় ও নীচ দুটো তো আপেক্ষিক শব্দ তাই বলছিলাম.... ।
৩| ২১ শে মার্চ, ২০১৬ ভোর ৫:০৭
কলাবাগান১ বলেছেন: আপনার মা কে এই লিখাটি পড়াবেন। উনি যদি আপনার লিখা কে সাপোর্ট দেয় তখনই আপনার লিখা টা সার্থক হবে।
৪| ২১ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৫০
সাগর মাঝি বলেছেন: সুন্দর পোষ্ট,, তবে লেখক সাহেব আপনার মন্তব্যের ভাষা যেন সংযত থাকে। ধন্যবাদ!!!
৫| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০০
ফাহিম আবু বলেছেন: জন্মদিনের ড্রেস না পরা পর্যন্ত নারীর স্বাধীনতা অর্জিত হবে না। এরা এতই মাথা মোটা যে সব শেয়ালরাই যে মুরগীর স্বাধীনতা চাই সেটাই বুঝেনা।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১
আরজু পনি বলেছেন:
এই লিঙ্কের পোস্টগুলো পড়া আপনার জন্যে জরুরী...
আশা করি মাইনাস প্লাসের হিসেব কিছুটা হলেও পাবেন...।