নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না, আমি সবাই।

অনিন্দ্য অবনী

আমি কেউ না,, আমি সবাই।।

অনিন্দ্য অবনী › বিস্তারিত পোস্টঃ

যাযাবর

২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫


"" আমি নিজেই এক যাযাবর
ঠিকানা নেই, পথে পথে থাকি,
পথেই আমার ব্যস্ত জীবন
কুঁড়োয় পাথর নুড়ি,
এতসব ছন্দ, রাগ অনুরাগ অথবা ছন্দপতন
রক্তাভ শেকল, শেকল ভাঙ্গার গান,
যত আনবিক সুড়সুড়ি
আমার তাতে কি আসে যায়।
আমার তাতে কি আসে যায়
পাহাড় ঠেলে সাগর যদি ইচ্ছে মত বয়,
নদীর জলের শ্যাওলা কি আর মনের কথা কয়
জানি না হায়,
তবে কি আমি খাঁখাঁ করা রোদ্দুর, আমি ভবঘুরে ঝড়,
জানিস যদি কারো বাড়া ভাতে পড়েও ছাই
আমার তাতে কি আসে যায়।
কালো মেঘের বাড়াবাড়ি তে কি সুর্য ভোলা যায়
সবুজ কিনে রঙ্গিন করার মন্ত্রটা খুব সহজেই মুছে,
অদ্ভুদ! কেউ কারো জানে না,
একএকটা বুক কত সয়ে যায় নীরবে ঝুম শ্রাবনের বরিষনে,
নাকি অর্ন্তদহনে।
বলো এতোসবে আমার তাতে কি আসে যায়।।"'''

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
খুব ভাল লাগল। ভাল লেখেছেন।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৫

অনিন্দ্য অবনী বলেছেন: আপনার ভালোলাগায় আমার ভবিষ্যতের পাথেয়,,,অনেক অনেক শুভ কামনা....

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪০

মামুন আল আশরাফ বলেছেন: ভাল লেগেছে।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৫

অনিন্দ্য অবনী বলেছেন: আপনার ভালোলাগায় আমার ভবিষ্যতের পাথেয়,,,অনেক অনেক শুভ কামনা....

৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০০

কবীর বলেছেন:
পড়ে ভালো লেগেছে ।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৮

অনিন্দ্য অবনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই, আপনার ভালো লাগাতেই আমার সাফল্য,,, শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.