| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"""" এই মনে হয় আমি নই, আমার ভিতরে অন্য কেউ,
আশেপাশে কোথাও আমি নেই,
শোবার ঘর, একলা জানলা, শূন্য চেয়ার, রুপশি ব্যালকনি,
নেই কোথাও,
এ কেমন জীবন!! হারিয়ে যাওয়া ভয়, অমানষিক, সারাক্ষণ মনে হতে থাকবে
ভালো লাগে না, আমার ভাল্লাগেনা তোমাকে ছাড়া একবিন্দুও।
কেন জানিনা জীবন রহস্যের এই গলিতে অদ্যাবধি পা পরেনি,
নিজেকে কারো যোগ্য মনে করিনি বলেই হয়তো..
অথচ এজীবন আক্ষেপের ছিল না,.
অদ্ভুদ!! এখন অন্য কেউ মনে হয় ভর করেছে আমাতে,
জানি না একেমন জীবন! বাঁচিনি এভাবে কোনদিন।
যেখানে নিজের সাথেই নিজের লড়াই প্রতিটা মুহূর্তে !!
অস্থির সময়, আর মানসিক টানাপোড়নে হয়তো মন বেসামাল
তবুও এখন আমার মাঝে মাঝেই এমন হয়, এমন সময় ফিরে ফিরেই আসে,
ভালো লাগে না তোমাকে ছাড়া অন্য কোনকিছু একবিন্দু..."""
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬
কবীর বলেছেন: ভাল লিখেছেন +