![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইনে বাংলা ভাষার প্রসারে অমিক্রন ল্যাবের অভ্র সফটওয়ারের ভূমিকা অনেক অনেক........। অভ্রের কল্যাণে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মানুষ বাংলা ভাষায় অনলাইনে লেখালেখি করতে পারছে।
কিন্তু বাংলা টাইপিংয়ে অনেকেই, বিশেষ করে যারা পুরনো তারা, বিজয় কি-বোর্ড লে-আউটে অভ্যস্ত। তারা অভ্র’র লে-আউটগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারেন না সহজে। বিশেষ করে আমার মতো যাদের অফিসসহ বিভিন্ন প্রয়োজনে বিজয় ব্যবহার করতে হয়, আবার ব্লগিংয়ে অভ্র ব্যবহার করতে হয় –তাদের জন্য এ সমস্যাটা বেশি। অভ্র’র ইউনিজয় লে-আউটটা অনেকটা বিজয়ের কাছাকাছি হলেও বেশ কিছু পার্থক্য আছে। এই চিন্তা থেকে নিজে ব্যবহারের জন্য অভ্র’র জন্য আমি তৈরি করেছি বিজয় কি-বোর্ড লে-আউট (অবশ্যই অভ্র’র সাহায্য নিয়ে)। এটা দিয়ে হুবুহু বিজয় কি-বোর্ড লে-আউটের মতো কাজ করা যায়। মাত্র ১৫০ কিলোবাইটের লে-আউটটি নামিয়ে নিতে পারেন এখান থেকে- View this link
ডাউনলোড করার পর লে-আউটটি কপি অথবা কাট করে এখানে পেস্ট করতে হবে- C:Programe FilesAvro KeyboardKeyboard Layouts
এইটুকু কাজ হয়ে গেলে অভ্র কি-বোর্ড চালু থাকলে তা বন্ধ করে পুনরায় চালু করুন। তারপর Select Keyboard layout এ গিয়ে Bijoy সিলেক্ট করুন। ব্যস আপনার কাজ শেষ! এবার অভ্রতেই এনজয় করুন বিজয় কি-বোর্ড লে-আউট!
=============================================
জব্বর কাগুরে ডরাই না।
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
বিবিধ বলেছেন: বিজয় ৯৯.৯৯% কিবোর্ডে দুইটা কি বিজয় থেকে ভিন্ন। আমারটা বিজয় ১০০%।
২| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
দাদুভাই বলেছেন: ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
বিবিধ বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
নীলপদ্দ বলেছেন: লেখক বলেছেন: বিজয় ৯৯.৯৯% কিবোর্ডে দুইটা কি বিজয় থেকে ভিন্ন। আমারটা বিজয় ১০০%।
তাহলে তো আরো ভালো
৪| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০২
জর্জিস বলেছেন: ++++++++++++++++++++
৫| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৮
জর্জিস বলেছেন: আপনার লেআউট দিয়ে “র্যাব” লিখলাম।
.....ধন্যবাদ
৬| ২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০০
শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ আপনাকে ও নীলপদ্মকে।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩
দ্বীনু বলেছেন: ভাই, লিংকটা আরেকবার দিবেন?
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
নীলপদ্দ বলেছেন: অভ্র ৫ থাকলে এতো কষ্ট করা লাগবে না। ভার্সন ৫ এ কিবোর্ড ইনষ্টল করা অনেক সহজ।
এখান থেকে বিজয় ৯৯.৯৯% কিবোর্ড টি ডাউনলোড করে শুধুমাত্র ডাবল ক্লিক করলেই নিজে থেকে ইনষ্টাল হয়ে যাবে অভ্র তে।