নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শুনি- যা দেখি - যা ভাবি - তা লিখতে ইচ্ছে করে ।

কিবরিয়া জাহিদ মামুন

শহুরে ফোকলোর

কিবরিয়া জাহিদ মামুন › বিস্তারিত পোস্টঃ

শহুরে ফোকলোর

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০১



এ জীবনে একবার লটারীতে নাম উঠেছিল । সেটা টেলিটক মোবাইলের সিমের । ক্লিন সেভ করে জিন্সের সাথে সাদা শার্ট চুলে জেল মেরে খাড়া করে ভাব নিয়া গিয়া ব্যাংকের সামনে রিকশা থেকে নামলাম । নামা মাত্র লাইন চোখে পড়ল । লাইনের ভেত্রে থেকে এলাকার বড় ভাই হাতের ইশারায় কাছে ডেকে বললেন কালকে রাতে মেসেজ দিলাম তাড়াতাড়ি আসার জন্য আর এইটা তোমার আসা ।
বড় ভাই - তোমারে গালাইতে মন চাইতাছে । তুমি যে চুল পাকনা পোলা সেইটা আমার আগেই বোঝা উচিত ছিল । দুইটা ঘন্টা হল দাড়ায় আছি সরে যেতে পারতেছিনা লাইন ছেড়ে । একটা সিগারেট খাইতে পারি নাই । আর তুমি এইটা আসলা ।
বল্লাম ভাই এখানে অচেনা মানুষ তাদের সামনে গালি দিয়েন না । আমি সিগারেট এনে দিচ্ছি ।
বড় ভাই - ম্যাচ সহ দিয়া যাইয়ো ।

বড় ভাই কে সিগারেট দিয়া লাইনে পিছনে গিয়ে দাড়ালাম । আমার পাশেই ফুটপাতে চা বিড়ির দোকান । দোকানের টুলে বসে চা তামাক খাচ্ছি । এরমাঝে লাইন ছেড়ে সব মানুষ দৌড় । পুলিশ ভাইদের মার শুরু । কিছুই বুঝলাম না । দোকানদারের টাকাটা দিয়া ইজ্জত আবরু নিয়া ভাগলাম । বিকেলে বড় ভাইয়ের সাথে দেখা বড় ভাই কথা বলেনা । অনেক বিষয়ে কথা বলে টেলিটক সিমের লাইনে পরে কি হল সে বিষয়ে কথা বলেনা ।

আর একবার ঈদের আগে বাসের টিকিট কাটতে গিয়ে সেম কাহিনী রোজ কিয়ামতের মাঠের মত মানুষ দৌড় । আমিও দৌড় । পরে দেখি পুলিশ ভাইরা সবাইকে ভালবাসা দিচ্ছে । আরও পরে ২০০ টাকা বেশি দিয়ে টিকিট পাবার সিসটেম বের করে ফেল্লাম ।

বহুদিন পরের ঘটনা আর একবার মুরগীর ডিমের মেলা হবে ফার্মগেটের খামার বাড়ীতে । ১০ বা ৮ টাকার ডিম ৩ বা ৪ টাকাতেপাওয়া যাবে । সেই বড় ভাইয়ের ফোন । শোন, চলে আস । আমার এগ্রি ভার্সিটির কিছু বন্ধু বান্ধব আসবে আড্ডাও দেব সাথে দুই খাচা ডিম ও আনলাম । বোঝ নাই জুম্মার নামাজের মত । আড্ডা দিয়া দুই রাকাত নামাজ পড়ে গেলা ।
আমি - ভাই পুলিশ টুলিশ থাকবে না ডিসিপ্লিনের জন্য ? জুম্মার নামাজে তো পুলিশ থাকেনা ?
বড়ভাই - তুমি আগের চেয়ে বেশি ফালতু হ্ইচো, বুচ্ছ । এখন সুন্নতে খতনাতেও পুলিশ থাকে । তাই বলে মানুষ যায়না । তোমাগো এই আজাইরা চুল ফালাইনা আমেরিকান চিন্তা ছাড়তে পারলা না । তোমার আসার দরকার নাই । বলে ফোন কেটে দিল ।

রাতের বেলা টিভি অন করতেই খবরে দেখলাম পুলিশের মারতেছে মানুষ ডিম ফেলে দৌড়াচ্ছে । আয়োজকদের একজন বলছে - এত মানুষ হবে তারা বুঝতে পারে নাই । তাই ব্যবস্থাপনাতে যত সামান্য ভুল হয়েছে ।
বড়ভাইকে ফোন দিলাম । বড়ভাই আর ফোন ধরেনা ।

তো এই হল বাংলাদেশের গত বিশ বছরের ব্যবস্থাপনা । এখন এই ব্যবস্থাপনার সাথে স্যাটেলাইট যুক্ত হয়ে ডিজিটাল হয়েছে । তো এই ডিজিটাল স্যালোমেশিন স্টার্ট দিতে গেলে অনেকেই বুঝে উঠতে পারেনা কোথায় হ্যান্ডেলটা লাগাতে হবে । তাই এই রকম
সামান্য ভুলে দু একজন মারা যাচ্ছে ।

বর্তমান বৃটিশ রানী এলিজাবেদের চাচা এডওয়ার্ড তাকে প্রশ্ন করেছিল তুমি রাজত্ব সামলাচ্ছো কি করে ?
রানীএলিজাবেদ - আমি কোন কিছু দেখিনা, শুনিনা, প্রশ্ন করিনা । তাতেই রাজত্ব ভাল চলছে ।

রানীর এমন আদর্শ কে অনেক দেশ ধারন করছে । লালন করছে । উগান্ডা, সোমালিয়া, হাইতি, ইথিওপিয়া, কংগো এবং .....।












মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০

নেওয়াজ আলি বলেছেন: সব কাউয়া বকা ঘরে ডুকে গিয়েছে ।

২| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪১

ক্ষুদ্র খাদেম বলেছেন: আহাহা এবং টা আবার কেন বললেন, কী উদ্দেশ্যে বললেন, মনে করেছেন মানুষ বোঝে না, তাইনা :P B-))

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৪| ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৯

দজিয়েব বলেছেন:

৫| ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫০

দজিয়েব বলেছেন: বলেছেনও যা, একেবারে খাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.