নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে হারে বি এন পি’র প্রতি গণ জোয়ার শুরু হয়েছে তাতে মনে হয় সামনে আওয়ামী লীগের পক্ষে কেউ আর নমিনেশন নিতে চাইবে না। কারণ, নিজের গাঁটের টাকা (২৫-৩০ লাখ) খরচ করে কেউ নিশ্চয়ই হারতে চাইবে না। গত কয়েকটি সিটি নির্বাচনে আওয়ামী লীগের ঘাঁটিতেও পরাজয়ে বোঝা যাচ্ছে এবারের হাওয়া সব বি এন পি'র অনুকূলে। যেখানে জনগণ এখন আর প্রার্থী দেখে ভোট দিচ্ছে না, দিচ্ছে মার্কা দেখে সেখানে আওয়ামী লীগের প্রার্থীদের ভাবার সময় এসেছে তারা কী টাকা এবং সম্মান দুইটাই এক সাথে হারাতে চান কিনা!!
২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
রাজীব দে সরকার বলেছেন: সেইটাই তো!!
ভালো এবং যোগ্য প্রার্থী না দেখে আমরা যখন মার্কাকেই দেখি তখন নির্বাচন এর ফল দেখে আর লাভ কি! যাই হোক, গাজীপুর বাসীকে আর কি বলবো?! খুশি হবো যদি গাজীপুরে যদি দিনের মধ্যে ২২ ঘন্টাই লোডশেডিং থাকে!! (কারন মার্কা ম্যাটারস বস)
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
নামগোত্রহীন বলেছেন: ভালো প্রার্থীর যখন খাওয়া নেই, তখন আমাদের জন্য প্রয়োজন জয়নাল হাজারী, শামীম ওসমান, হাজী সেলিম, কক্সবাজারের বদি। তারা হারলে অন্তত কষ্ট লাগবে না।