নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি আরবে থাকাকালীন আমি দুইটা দেশের নাগরিককে ভয় পেতাম বা সমীহ করে চলতাম। এক হলো তুর্কী আরেক হলো মাসরি(মিশরীয়)। কারণ, এই দুইটা দেশের লোকেরা কথায় কথায় ঝগড়া করে (২/১ টা ব্যতিক্রম বাদে)।মিশরিয়রা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের সাহসও অনেক। তারা এমনকি নিজেরা নিজেরাও খুব চিৎকার করে ঝগড়া করে। কোম্পানীতে তাদের কেউ সহজে রাগায় না তাদের বিশাল দেহ আর তেজী ভাবের কারণে। তাদের এই রাগ যে কতটা ভয়ংকর তা দেখা গেল মাত্র ১ বছরের মাথায় তাদেরই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নামিয়ে দেয়াতে। এই রাগী একটা জাতি কীভাবে প্রায় ৪০ বছর ধরে হোসনি মোবারকের অধীনে ছিল সেটাই বড় ভাবনার বিষয়। তারা যে সাহসী তারও প্রমাণ পাওয়া যাচ্ছে গত কয়েকদিনের আন্দোলনে প্রায় ১৫০ জনের মৃত্যুতে। সত্যি মিশরীয়রা এক রাগী, বদমেজাজী জাতি।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
ভীতু সিংহ বলেছেন: এইসব দুম্বা খোর আরবরা ইসলামের কলঙ্ক। এদের যত তেজ সব বাংলাদেশি শ্রমিকদের উপর দেখায়। এতো তেজ আর সাহস থাকলে ফিলিস্তিন আজো স্বাধীন হচ্ছে না কেন?