নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্ত্রী - তুমি এত ইংরেজী ছবি দেখ কেন?
আমি - আমার ভালো লাগে। কাহিনী তাড়াতাড়ি শেষ হয়। তোমাদের সিরিয়ালের মত ত্যানা প্যাঁচায় না।
আমার স্ত্রী - তুমি কী আসলে ‘ঐসব’ সিন আর অর্ধনগ্ন মেয়েদের দেখার জন্য ইংরেজী ছবি দেখ?
আমি - আরে না, আমি দেখলে নিচের দিকে তাকিয়ে দেখি। ঐসব দেখার সময় কই?
আমার স্ত্রী - মানে কী? তুমি এত সাধু?
আমি - ইয়ে মানে হলো, আমি সাব টাইটেল না দেখলে ছবি বুঝিনা। একটা লাইনেও ছবির অনেক কিছু মিস হয়ে যায়। তাই নিচে তাকানো ছাড়া উপায় নেই!! :উ :উ
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
গ্রাম্যবালক বলেছেন: সাবটাইটেল কি নাইকার কোমরের নীচ থেকে শুরু হয়???
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরিত্রের প্রয়োজনে!!
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৬
পথহারা নাবিক বলেছেন: ঘটনা সত্য!!! সাবটাইটেল দেখলে নিচে তাকাইতে হয়!! তয় আমার বউয়ের সামনে এইসব ছবি দেখা যায় না!!
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি যতই বুঝাই যে, ইন্ডিয়ান ভার্সান এসব চ্যানেলের ছবি এমনিতেই এখন সেন্সর থাকে। তবু মানতে চায় না!
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৫
খেয়া ঘাট বলেছেন:
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫
হাসিব০৭ বলেছেন: @পথহারা নাবিক তয় আমার বউয়ের সামনে এইসব ছবি দেখা যায় না!!
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনিও আমার মত সাধু!
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩
লিংকন১১৫ বলেছেন:
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬
অতি মানব বলেছেন: সবাই কি আদো সাধু???????????
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
লিখেছেন বলেছেন: মন্তব্য ভালই হইয়াছে , তবে বাক্য বিন্যাসে দুর্বলতা পরিলক্ষিত হইয়াছে। যাহা হোক, পরিশ্রম করিলে এই ত্রুটি গুলি কাটিতে পারিবেন বলিয়াই আমার বিশ্বাস । রসের উপাদান যথেষ্ট ছিল যাহা পাঠকদের চিত্ত উৎফুল্ল করিয়াছে তাহাতে বিন্দমাত্র সন্দেহ নাই। বাংলা সাহিত্যে সৈয়দ মুজতবা আলি পরবর্তী ওই ঘরানার লেখকদের চাহিদা মিটাইতে বিশেষ সচেষ্ট থাকিবেন এই প্রত্যাশায় ।