নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ঐতিহাসিকভাবে বি এন পি যেসব বড় বিপদ থেকে বেঁচে গিয়েছে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

১. বি এন পি'র প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৮ সালে। তাই '৭৫-এর বঙ্গবন্ধু হত্যা সহ পরবর্তী ঘটনাগুলোর সাথে বি এন পি-কে জড়াতে পারে না আওয়ামী লীগ! কারণ, তখন সবাই ছিল আওয়ামী লীগেরই লোকজন।

২. খালেদা জিয়ার জন্ম হয়েছে ভারতে। আল্লাহ বাঁচাইছে যদি পাকিস্তানে হইতো? এমনিতে বাংলাদেশে জন্ম হয়নি বলে শেখ হাসিনার কত খোঁচা - 'খালেদা জিয়ার জন্ম ভারতে। এজন্য উনার এ দেশের মাটির প্রতি টান নেই।’ শেখ হাসিনা তো কয়েকবার উনাকে পাকিস্তান চলে যেতে বলেছেন।

৩. ভাগ্যিস জিয়াউর রহমান রেডিওতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন(বা পাঠ করেছিলেন) আর সেটার রেকর্ড-ও রয়ে গিয়েছে। নাহলে , সম্মুখ যুদ্ধ করার পরও, বঙ্গবন্ধু সরকার কর্তৃক 'বীর উত্তম' খেতাব পাওয়ার পরও তাকে শুনতে হয় পাকিস্তানের চর, বাই চান্স মুক্তিযোদ্ধা। ঐ ঘোষণা না দিলেতো তাকে মুক্তিযোদ্ধা বলেই স্বীকার করতো না তারা!

৪. বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর আমলে। জিয়ার আমলে হলে আওয়ামী লীগ বলতো, জিয়াউর রহমান পাকিস্তানপন্থী হওয়ার কারণেই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। দেশের মানুষকে অভূক্ত রেখেছিল!

৫. খালেদা জিয়া যে দুইটি বাড়ি পেয়েছিলেন তাতে তাঁর নিজের বা জিয়াউর রহমানের হাত নেই। একটা দিয়েছে আর্মি থেকে, আরেকটি দিয়েছেন এরশাদ। দানে পাওয়া বাড়িটি(ক্যান্টনম্যান্ট) শেখ হাসিনা ফেরত নিয়েছেন। যদি খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমান নিজে বাড়ি নিতেন ক্ষমতার প্রভাব খাটিয়ে তাহলে উনাকে হয়তো দখলদার হিসেবে প্রতিষ্ঠিত করতো আওয়ামী লীগ।


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

সাব্বির শওকত শাওন বলেছেন: খন্দকার মোস্তাক ও তাজুদ্দীন এর সাথে মিলে প্রথম সরকার গঠন করে, তাতে কি ইতিহাস তাকে ক্ষমা করে দিয়েছে? অতিরিক্ত বি এন পি ঘাস খেতে খেতে এই অবস্থায় এসেছেন। মুজিব হত্যাকারী রা নিজেরা স্বীকার করেছে জিয়াকে মুজিব হত্যার পুর্বে জানানো হয়। জিয়া কোন উদ্যোগ নেন নি। ইতিহাস জানা খুব জরুরী। আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের মুল দল, একথা স্বীকার না করার কোন উপায় নেই। কিন্তু আওয়ামীলীগ অতীতে এবং বর্তমানে যতই দুরবস্থার মধ্যে দিয়ে গেছে যা যাচ্ছে তা তাদের ক্ষমতা কুক্ষিগত করার চরিত্রের কারনেই। কারন ক্ষমতার লোভ সবার আছে। বাংলাদেশে একবার যে ক্ষমতায় এসেছে সে আর যেতে চায়নি। হোক সে বি এন পি বা আওয়ামীলীগ। আপনার একথার সাথে একমত যে আওয়ামী আবালগুলা দুনিয়ার সব সমস্যার কারন বি এন পি কে মনে করে। যেমন মনে করত জাসদ কে ৭১ পরবর্তীতে। কিন্তু এই আবালদের আবালি বি এন পি কে তুলসি পাতা বানায় না। বি এন পি কে পাক্ষিক ভাবে সমর্থন করা আরেক আবালি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। এত সেন্টিমেন্টাল হওয়ার কী আছে? বিষয়ের উপর মন্তব্য করুন। নিজেও সঠিক ইতিহাস জানুন। জিয়া তখন সেনাপ্রধান ছিলেন না। সেনাপ্রধান ছিলেন সফিউল্লাহ। জিয়া জানতো হয়তো বা কিন্তু জিয়া তো অংশ নেয়নি। একটা অপারেশনের আগে অনেকেই জানতে পারে, কেউ অংশ নেয় , কেউ নেয় না। আপনি কী শিউর যে, শফিউল্লাহ জানতো না? কিছুদিন আগেই তো আওয়ামী লীগের ফজলুল করিম সেলিম বলে দিয়েছেন শফিউল্লাহ জড়িত ছিলেন মুজিব হত্যায়। এখানে এই বিষয় নিয়ে লেখা হয়নি । এটা নিয়ে আরেকদিন তর্ক করা যাবে। ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০

বিপরীত বাক বলেছেন: সাব্বির শওকত শাওন বলেছেনঃ মুজিব হত্যাকারী রা নিজেরা স্বীকার করেছে জিয়াকে মুজিব হত্যার পুর্বে জানানো হয়। জিয়া কোন উদ্যোগ নেন নি। ইতিহাস জানা খুব জরুরী।


সবাই কেই জানানো হয়েছিল যে দেশে পরিবর্তন আনা টা জরুরী।। আমরা পরিবর্তন আনতে চাচ্ছি।।। কিন্তু কাউকেই বলা হয়নি যে পরিবর্তনের জন্যে শেখ মুজিব কে খুন করবে তারা।।

সাব্বির শওকত শাওন
বলেছেন: বলেছেনঃ
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের মুল দল,
একথা স্বীকার না করার কোন উপায়
নেই।

ঠিকই আছে কথাটা।। তবে সমস্যা হলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মুল দল হলেও তারা মুক্তিযুদ্ধের মূলকাজ গুলো করেনি বা করার সুযোগ পায়নি।।। এজন্যেই এত বছর পরেও তাদের এত ঢোল পিটাতে হয় কৃতিত্ব জাহিরের জন্যে।।

কি দারুণ ভাগ্যবান জাতি আমরা যে,,,

মূলসময়ে মূলস্থানে মূলকাজ করার সময়গুলোতে মূল দল অনুপস্থিত ছিল

এবং এটাই দেশের মূল সমস্যা।।।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪

মুজিব আলম বলেছেন: আসলে আওয়ামী ব্লগাররা পাগল হয়ে গিয়েছে।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


যারা বাংলাদেশ চায়নি, তারা সবাই বিএনপি'তে যোগ দিয়েছিল, আজও তাই হচ্ছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা একতরফা মন্তব্য হয়ে গেল।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

সাব্বির শওকত শাওন বলেছেন: মুক্তিযুদ্ধের ইতিহাসে বি এন পির কোন স্থান নেই। কারন সেটাই যেটা আপনি বললেন, যে তখন বি এন পির অস্তিত্ব ছিলনা। উপরে যিনি কমেন্ট করলেন যে আমরা পরিবর্তন আনতে যাচ্ছি আর জিয়া সেখানে নাক গলালেন না। প্রথম কথা আর্মি কিভাবে পরিবর্তন আনে সেটা সবাই জানে, আর জিয়া জানতেন না যে ক্যু কিভাবে করে সেটা হাস্যকর যুক্তি। আর্মির ক্যু যদি সেনাপ্রধান এর তরফ থেকে হত সেখানে চেইন অফ কমান্ড রক্ষার্থে জিয়া নিথর থাকলে সেটা যুক্তিযুক্ত। জিয়া যদি গুরুত্বপূর্ণ কেউ না হত তাহলে জিয়া কে কেউ জানাত ই না। আর শফিউল্লাহ যদি জড়িত থাকত তাহলে ক্যু সেনাপ্রধান থেকে ই আসতে পারত। এতে পরবর্তীতে আরও ক্যু গুলা স্থান পেত না। রাজনীতিবিদ এর কথার উপর ভিত্তি করে তো ইতিহাস রচিত হয় না। শেখ সেলিম যাই বলুক, রাজনিতির প্রয়োজনে জাসদ কেউ আওয়ামীলীগের কাছে টানতে হয়েছে যারা ৭১ পরবর্তীতে মুল বিরোধী ছিল। আওয়ামীলীগ এর মুজিব বাহিনী আর মুক্তিবাহিনী তো যুদ্ধের সময় থেকেই বিচ্ছিন্ন। যেখানে দেশ গড়ার প্রত্যায়ে কাজ করা উচিত সেখানে দেশ হওয়ার আগেই ক্ষমতা র লোভে বিভক্তিত। যুদ্ধ পরবর্তী আওয়ামী দু:শাসন জনগণ তথা সেনাবাহিনীর মধ্যে চরম ক্ষোভ এর জন্ম দেয়। ইতিহাস এই কারনে জানা দরকার যে আওয়ামীলীগের এর প্রেক্ষাপট আর বি এন পির প্রেক্ষাপট সম্পুর্ন ভিন্ন। স্বাধীন বাংলা নিউক্লিয়াস সপ্ন দেখত একটি সমাজতান্ত্রিক দেশের। বিশবিদ্যালয় এর যুবারা তখন একটা রোমান্টিক বিপ্লবের সময় পার করছিল। গনতন্ত্রের সুফল তারা খুব একটা পায়নি কারন পাকিস্তান সেটা পেতে দেয়নি। কিন্তু সমাজতান্ত্রিক মনভাব তাদেরকে বাস্তবতা থেকে দুরে ঠেলে দেয়, শক্তির অসম বন্টন দেশ কে এক চরম পরস্থিতি তে দাড় করায়। তার থেকে পরিত্রাণের জন্য জিয়া জন্ম দেয় বি এন পির। কিন্তু স্বাধীনতার বিপক্ষের শক্তি গুলোকে সুযোগ দেয়া ছিল তার চরমতম ভুল। তিনি বুঝতে ব্যর্থ হয়েছিলেন যে যারা দেশ চায়নি তারা দেশ এর জন্য কতটা কাজ করবে। একটি দেশের উন্নয়নে ধর্ম ভিত্তিক রাজনীতি কাটার মত, উনি সেটা বুঝতে পারেন নি। আওয়ামীলীগ বি এন পির নামে কি বলল বা বলছে এগুলো চিন্তা করে পক্ষে বা বিপক্ষে কথা বলা নিতান্তই বাচ্চাসুলভ ব্যবহার। বাংলাদেশের প্রেক্ষাপট আন্তর্জাতিক নিতীর দ্বারাও প্রভাবিত হয়েছে। দেখতে যত সাধারণ মনে হয় তত সাধারণ না। আর সেখানে বি এন পির কি কাজে আওয়ামীলীগ কি বলবে এগুলো দেশের ইতিহাস বিবেচনায় প্রাইমারী লেভেল এর কথাবার্তাও না।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এতটা সিরিয়াস পোস্ট না এ্টা। তবু আলোচনা ও মন্তব্যর জন্য ধন্যবাদ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধরতে পারছেন তাহলে! ;)

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

আমি আবুলের বাপ বলেছেন: =আরো আছে,খালেদ জিয়ার কোনো ছেলে রাজাকার পরিবারে অথবা বিদেশী খ্রিষ্টান বিয়ে করেনি।
মুক্তিযুধের সময় পাকিস্তানের থেকে ৯৫০ টাকা ভাতা নেন নাই।পাক আর্মীর নিরাপত্তায় এবং সেবায় সন্তান জন্ম দেন নাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানি। এটা নিজেদের গায়ে পড়বে বলে আর বলেনা এসব বিষয়ে। আবার ধরেন শেখ হাসিনা খালেদা জিয়াকে কুফা মনে করেন। ঐ যে, এশিয়া কাপের ফাইনালে মন্তব্য করেছিলেন যে, খালেদা জিয়া মাঠে থাকাতেই বাংলাদেশ হেরেছে। তো শেখ হাসিনা বলতে পারেন, উনি ক্ষমতায় এলে দেশের ক্ষতি হয় (যেমন - '৯১-র ঘূর্ণিঝড়)। কিন্তু উনি এটা বলতে পারেন না, কারণ, ১৯৯৮ সালে তাঁর আমলে বন্যা হয়ে এটা কাটাকুটি হয়ে গিয়েছে! :D
খালেদা জিয়ার ছেলেদের বিয়ে কিংবা ভাতার ব্যপারে না বললেও, ’৭১-এ খালেদা জিয়াকে যে পাকিস্তানী জেনারেল জানজুয়া উঠিয়ে নিয়েছিল বলে যে অপবাদ সেটা ঠিকই সংসদে বলেছিলেন শেখ হাসিনা।(আবার এটা নিয়ে কেউ নতুন তর্ক শুরু কইরেননা প্লিজ)।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.