নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগের অনেক নেতা ডিজিএফআই-এর এজেন্ট ছিল - আবদুল জলিল বলার পরও আওয়ামী লীগের কিছু যায় আসে না, সোহেল তাজ পদত্যাগ করলেও কিছু হয়না আওয়ামী লীগের, এ কে খন্দকার, শারমিন আহমেদ ভিন্নমত পোষণ করলেও আওয়ামী লীগের কিছু হবে না, সুরঞ্জিত সেনের ড্রাইভার সরাসরি অভিযোগ করলেও এটা মিথ্যা, ওলামা লীগেই আনসারুল্লাহ আছে বললেও আওয়ামী লীগের দোষ নাই, গোলাম মাওলা রনি, মাহমুদুর রহমান মান্না দল ছাড়লেও আওয়ামী লীগ বড় দল, কাদের সিদ্দিকী, কামাল হোসেন রা আলাদা দল করলেও কোন সমস্যা নাই। মাগার, মাত্র ৭ বছর রাজনীতি করা শমসের মবিন অবসর নিলে বি এন পি ভেঙে যাবে, বি এন পি দেউলিয়া হয়ে যাবে, বি এন পি ধ্বংস হয়ে যাবে, তারেক জিয়ার সাথে কোন নেতা থাকবে না, বি এন পি যে ভুল পথে আছে সেটা প্রমাণ হয়ে যায়। মার থেকে মাসীর দরদ বেশীর সর্বশেষ উদাহরণ আওয়ামী লীগ নেতাদের শমসের মবিনের অবসর নিয়ে মন্তব্যগুলো। জনগণই জানে, কোন দলের মন পুলিশ পুলিশ!!!
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭
পথ হারা মানুষ বলেছেন: চৈত্র মাসে ককুরের যেমন মাথা চড়া থাকে আওয়ামীলীগের এখন একই অবস্থা, নিজেদের কাজ কর্ম বাদ দিয়ে এখন বিএনপি জামাত কি করল এই নিয়া তারা মহা ব্যাস্ত। আরে ভাই পাগলেও তো নিজের ভাল বুজে।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চৈত্র মাস না সারা বছরই তো তারা এই কামে ব্যস্ত
৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪
মিতক্ষরা বলেছেন: আওয়ামী লীগ যে সারাক্ষন বিএনপি জামাত নিয়ে ব্যস্ত থাকে - এর চেয়ে বিরক্তিকর বোধকরি কিছু নেই।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক নেতা অবসর নিলো আর সেইটা নিয়া হানিফ, শাহজাহান, ওবায়দুল কাদের, তোফায়েল - এর কী তাফালিং....
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
আমিই মিসির আলী বলেছেন: বিনএপি কখন টয়লেট প্রবেশ করে বোধ করি এই ইনফরমেশন ও তারা রাখে
০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেখানে মেকআপের খবরও তারা রাখে, সেখানে টয়লেটের খবরও রাখতে পারে....
৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন বলেছেন তো !!!!
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনারা যেটা ভাবেন আর কি.....
৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: +++
৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
যোগী বলেছেন: মৌদুদ ওলী দুম্বা হুদা বি চৌ সাকা মান্নান এরা বাদ গেল কেন?
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: টপিকের মধ্যে থাকেন। বাইরে গেলে ঝামেলা....
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬
নীলকথা বলেছেন: জনগণই জানে, কোন দলের মন পুলিশ পুলিশ!!!