নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

যাক, এবার ঈদের পর সরকার পতনের আন্দোলন নেই...

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮




১. মেয়াদের শেষ কয়েক মাস আগে আর সরকার পতনের কী আছে? ৫ বছর তো টিকেই গেল! বিএনপি কর্মীদের চাঙ্গা করার জন্য এবার আর ঈদের পর আন্দোলনের কর্মসূচী ঘোষণা দেয়া লাগল না খালেদা জিয়ার। নেতা কর্মীরাও হাঁফ ছেড়ে বাঁচল! প্রতিবার তাদের চাঙ্গা করতে গিয়ে ঈদের পর জেলে যেতে হত। এবার আর জেলে যেতে হবে না...

২. শেখ হাসিনা ও খালেদা জিয়া চিরশত্রুর মত মুখ দেখাদেখি না করলেও গত কয়েক বছর ধরে তারা একটা 'ঢং' করতেন। তা হল, বৈশাখ ও ঈদে দুজন দুজনকে ঈদ কার্ড দিতেন। এবার খালেদা জিয়া কারাগারে থাকায় শেখ হাসিনা বৈশাখের ঈদ কার্ড পাঠাননি, স্বাভাবিক ভাবেই খালেদা জিয়াও পাঠাতে পারেননি। ধরে নেয়া যায় এই ঈদেও 'এতিমের টাকা লুটপাটকারী' খালেদাকে কার্ড পাঠাবেন না। ভালোই হবে। জাতি আরেকটা নাটক থেকে মুক্তি পাবে...

৩. রওশন এরশাদ অভিমান করে বলেন, বিরোধী দলের নেতা হিসেবে প্রাপ্য সম্মান তিনি পান না। তাই তেনাকে খুশি করার জন্য এবার শেখ হাসিনা ঈদ কার্ড পাঠাতে পারেন। আর যেহেতু, আবারও তিনি ৫ জানুয়ারী মার্কা নির্বাচন করতে যাচ্ছেন এবং এরশাদ অথবা রওশনই বিরোধী দলের নেতা হিসাবে থাকবেন সেহেতু তাদের কাউকে ঈদ কার্ড পাঠিয়ে নিজের গৌরব আরো বৃদ্ধি করতে পারেন...

৪. এবারই মনে হয় জীবনের সেরা ঈদ পালন করতে যাচ্ছেন শেখ হাসিনা। কারণ, তেনার আমলেই খালেদা জিয়া কারাগারে। তাও আবার ৩ মাসের উপরে। তবে বলা যায় না, ঈদের আগে জামিন দিয়ে আপাতত চাঙ্গা কর্মীদের আবার শান্ত করে দিতে পারেন। কারণ, গানে আছে -
"হাকিম হইয়া হুকুম কর
পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর
ওঝা হইয়া ঝাড়"

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

কাওসার চৌধুরী বলেছেন: হ্যা, সে সম্ভাবনা নেই। আশা করি কোরবানীর ঈদের পরও এমনটা থাকবে।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোরবানীর ঈদের পর কী হয় বলা যাচ্ছে না...

২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

কাইকর বলেছেন: ভালভাবে ঘুরাঘুরি করা যাবে। এসব হলে শহরের বুকে চলে শান্তি পাই না। না হওয়াটাই ভালো

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। না হওয়াটাই ভালো...

৩| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

শহীদ আম্মার বলেছেন: যাক এবার যে আপনি ভয়হীনভাবে ঈদ পালন করতে পারবেন এটাতেই আমার পরম আনন্দ!

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আলহামদুলিল্লাহ!

৪| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার রাজনৈতিক মতাদর্শ কি???
প্রিয় নেতা কে??

আপনার মতে রাজনীতিবিদদের কেমন হওয়া উচিত???

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: - বাংলাদেশী জাতীয়তাবাদ
- জিয়াউর রহমান
- সৎ

৫| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

অনুতপ্ত হৃদয় বলেছেন: ভয় নাই, ঈদ ভালোই হবে

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঈদ সবার ভালো কাটুক...

৬| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সনেট কবি বলেছেন: যাক অশান্তির কোন খবর নেই।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর আগেও আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ব্লগ লিখেছিলাম যে বাংলাদেশ থেকে 'হরতাল'কে বিদায় করার জন্য। আলহামদুলিল্লাহ।

৭| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার বয়সের কথা ভেবে, বেগম জিয়াকে নিজ বাড়ীতে ( ১ টাকায় কেনা, এরশাদের দেয়া) জেলে রাখা উচিত

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা নিশ্চয়ই ঈদ ঘিরে খালেদাকে নিয়ে কিছু একটা ভাবছেন...

৮| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। জাতিকে আর নাটক দেখতে হবে না। আন্দোলনের নামের আতংক কিংবা পুলিশি হয়রানির ভয়ও নেই।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজতন্ত্রের এটাই মজা...

৯| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বৃষ্টি বিন্দু বলেছেন:
জিয়াউর রহমান আপনার রাজনৈতিক প্রিয় নেতা; জেনে খুশি হলাম। আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলার মেহনতী রাজনীতিবিদ মাওলানা ভাসানীও জিয়াউর রহমানকে ভালবাসতেন।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জিয়াউর রহমান বেঁচে থাকলে আওয়ামী লীগের কোন অস্তিত্বই থাকত না...

১০| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

নূর আলম হিরণ বলেছেন: বয়স হয়েছে, আল্লাহ না করুক জেলের ভিতর কিছু একটা হয়ে গেলে....!

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটার রিস্ক শেখ হাসিনা নিচ্ছেন। তিনি ভালোভাবেই যত্ন নিচ্ছেন আশা করি...

১১| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

ঢাবিয়ান বলেছেন: জেলের ভিতর কিছু একটা হয়ে গেলে....ভাল হত। অন্তত একটা ডাইনির হাত থেকে রেহাই পেত দেশ।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ মাফ করুন। রোজার সময় এসব বলতে নেই...

১২| ২২ শে মে, ২০১৮ রাত ৮:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"- জিয়াউর রহমান???"

তাই তো বলি আপনার সাথে আমার কনফ্লিট হয় কেন???:(
মেজরকে আমি সহ্য করতে পারি না!!X(
আচ্ছা?
মেজরের কয়েকটি ভাল-খারাপ গুণ বলেন দেখি?:(


চলে,
আমরা দুই ভাই!
দেশের জন্য করি লড়াই!

২২ শে মে, ২০১৮ রাত ৯:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেজরের যা বলব ভাল মন্দ আপনি আমি সব জানি পড়ি। মেজর বেঁচে থাকলে দেশ অন্যরকম হতে পারতো...

১৩| ২২ শে মে, ২০১৮ রাত ৮:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: যাক বাঁচা গেলো, এমনিতে প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি আর বৃষ্টি যদিও বৃষ্টি সমস্যা না সমস্যা হচ্ছে যাতায়াত ব্যাবস্থা আর পানি নিস্কাষন সমস্যা তার উপর আন্দোলন জীবন উষ্ঠাগত হবে ।

২২ শে মে, ২০১৮ রাত ৯:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ঈদে বাঁচা গেল...

১৪| ২২ শে মে, ২০১৮ রাত ৯:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: রাজনৈতিক রম্য।
মজা পাইলাম।
শুভেচ্ছা নিন।

২২ শে মে, ২০১৮ রাত ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ...

১৫| ২২ শে মে, ২০১৮ রাত ১০:১৯

পবন সরকার বলেছেন: চাচার পানে চাচী এমনে কইরা চাইয়া রইছে ক্যান? লক্ষণ তো ভালো না।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাচায় চা চায়, চাচী চেচায় (নকুল কুমার বিশ্বাস)...

১৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: তাদের কোমর ভেঙ্গে গেছে। আন্দোলন করবে কিভাবে?

২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আন্দোলন করে কি আওয়ামী লীগকে নামানো যাবে?

১৭| ২৫ শে মে, ২০১৮ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া নেই, ঈদের পরে আন্দোলন নেই; বিএনপি'র লোকগুলো ভালো মতে ঈদ করতে পারবেন।

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্তত জেলে বা পুলিশের দৌড়ানি থেকে বেঁচে গেল। ভালোই ঈদ হবে এবার তাদের...

১৮| ২৮ শে মে, ২০১৮ ভোর ৫:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো পোস্ট। চিন্তার খোরাক পেলাম।

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...

১৯| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:১২

অক্পটে বলেছেন: সময়ের সুরতহাল সুন্দরভাবে তুলে ধরেছেন।

১৬ ই জুন, ২০১৮ রাত ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.