নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

হা হুতাশ শুধু মিডিয়া কর্মীদের জন্য কেন?

২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:২১



১. তাজিন আহমেদ-এর মৃত্যু দুঃখজনক। তার চেয়ে বেশী দুঃখজনক তার মৃতদেহ হাসপাতাল থেকে ছাড়ানোর জন্য নাকি টাকা যোগাড় করা যাচ্ছিল না। তার স্বামীও নাকি অন্তরালে চলে গিয়েছিলেন। তার ফুফু দিলারা জামানও কোন সাহায্য করেনি। এদিকে তার মাও ছিল কারাগারে বন্দী। এতদিন আমরা জানতাম তারকারা চিকিৎসা করতে পারেন না টাকার অভাবে, সরকারের সাহায্য চান। এবার একটু ব্যতিক্রম দেখলাম হাসপাতালের টাকা না থাকা, স্বামীর নীরবতা এবং মায়ের জেলে থাকা বিষয়গুলোতে...

২. বরাবরের মতই কয়েকদিন চলল ফেসবুক আর মিডিয়াতে মাতম। তাজিন নাকি মানসিক কষ্টে ভুগছিলেন। আচ্ছা তাজিন আহমেদের জন্য আমরা এত আকুল হয়ে পড়লাম অথচ আমরা কি কখনো শেয়ার বাজারে লসের পর লিয়াকতের আত্মহত্যার জন্য মাতম করেছি? আমরা কি চাকুরী না পেয়ে ঢাবি'র ছাত্র তানভীরের আত্মহত্যার পর এত মাতম করেছি? না, করিনি। কারণ, তারকা নয়। একটা ফ্যাক্টরিতে আগুন লাগার পর বা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর একজন বেসরকারী চাকুরিজীবির জীবনে কী দুর্ভোগ হয় তা কি আমরা ভেবে দেখেছি?

৩. তারকারা সমাজের সুবিধাভোগী শ্রেণীর। তেনারা অভিনয় করে অনেক সুনাম কুড়ান, দেশ বিদেশে ঘুরেন, সমাজের অনেক স্থানে তেনাদের মূল্য আছে। তাই তেনারা চাইলেই নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন যা আমরা সাধারণ জনগণ পারি না। এখন তেনাদের ব্যক্তিগত জীবনে ব্যর্থতা, অর্থনৈতিক ভাবে দুর্বল হওয়ার দায়ভার তেনাদেরই। এ ক্ষেত্রে আমরা কাউকে দোষ দিতে পারি না। বরং এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে, ভোগ বিলাসে মত্ত না থেকে জীবনকে সুন্দর ভাবে সাজানোর পথ খুঁজতে পারি, প্রিয়জনের সাথে দুর্ব্যবহার না করে সুখের সন্ধান করতে পারি...

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪

লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ...

২| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাজিনের ঘটনাগুলো মর্মান্তিক ও দুঃখজনক। হাঁ, আপনি ঠিকই বলেছেন। পিক পিরিয়ডে ভোগ বিলাসে মত্ত না থেকে ভবিষ্যতের কথা তাদের ভাবা উচিৎ ছিল।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা বোঝাতেই এই পোস্টের অবতারনা। কারণ, প্রায়ই দেখা যায় শিল্পী কিংবা খেলোয়াড়রা অসুস্থ হলে পত্রিকায় বা টিভিতে রিপোর্ট আসে তারা খুব কষ্টে আছে। তাহলে তেনাদের এতদিনের উপার্জন কোথায় গেল?

৩| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: মিডিয়া কর্মীরা, রাজনৈতিক ব্যক্তিরা সমাজকে প্রভাবিত করে। এইখানেই সাধারনের সাথে তাদের ফারাক। আমাদের কথা আর ক'জনেই জানে। আমাদের সুখ দুঃখ তাই আমরাই আগলে রাখি।
খেয়াল করলে দেখবেন, নেতা মরলে ইননালিল্লাহ, রোড একসিডেন্টে মানুষ মরলে, খুন হলে ইননালিল্লাহ ও নাই। সুন্দর লিখেছেন তালগাছ ভাই।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানি তাদের নিয়ে আমাদের আগ্রহ আছে, থাকবে। কিন্তু আসলে বেশীরভাগের পারিবারিক জীবন সুখের হয় না - এটাও আমাদের উপলব্দি করতে হবে...

৪| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

বিজন রয় বলেছেন: কারণ আছে......।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন কিছু নয়। তেনাদের বেশীরভাগই সুসময়ে পরিকল্পনা করে না...

৫| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

বিজন রয় বলেছেন: মিডিয়া ওয়ালারা একটু কেমন যেন হয়।
ধরাকে সরা মনে করে।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটার খেসারত জীবিত থাকতেই তারা পায়...

৬| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সুমন কর বলেছেন: তারকা'রা অসুস্থ হলে টাকার অভাব হয় কেন !!!!!

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারণ, তাদের উপার্জনের সব টাকা ভোগ বিলাসে উড়িয়ে দেয়...

৭| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বাংলাদেশের এক কিংবদন্তি সংগীত শিল্পী সারা বছর মদ গিলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য অর্থ দেয়া হয়। তিনি মারা গেছেন তাই নাম বললাম না।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশে guts ছিল শুধু একজনেরই। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। যিনি সরকার বা জনগণের কাছে হাত পাতেননি। যদিও শেখ হাসিনা উনার চিকিৎসার জন্য খরচ দিয়েছিলেন...

৮| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিল্পী, কবি, সাহিত্যিক মিডিয়া ব্যক্তিত্বরা অন্য দশজন মানুষের চেয়ে আলাদা,
ধুপ যেমন নিজেকে পুড়িয়ে গন্ধ বিলায় মানুষের জন্য, শিল্পীরাও তাদের ব্যাথা
বেদনা নীরবে হজম করে অপরের মুখে হাসি ফুটাতে চেষ্টা করে। শিল্পীদের জীবনের
ব্যথা বেদনা সাধারণের বোঝার কথা নয় তাই তারা যখন ব্যথায় কুকড়ে উঠে তখন
মানুষ ভাবে এটা তাদের অভিনয়। দুঃখ জনক শিল্পীদের জীবন, তাদের সাহায্য সহযোগীতা
করতে না পারেন, তাদের নিয়ে হাসি তামাসা করা থেকে বিরত থাকা উচিৎ

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিল্পীরাও কর্ম করে খায়। কেউ ফ্রিতে কিছু করছে না। তাদের মান সম্মানও আমরা দিচ্ছি। কিন্তু কেন বেশীরভাগেরই পারিবারিক জীবন ও অর্থনৈতিক জীবন এত অসুখের হয় তা নিয়ে গবেষণা করা উচিত...

৯| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

ওমেরা বলেছেন: অনেক ভাল লাগল শেষের লাইন দুটো পড়ে । অনেক দামী কথা বলেছেন আসলেই এসব থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত । অনেক ধন্যবাদ আপনাকে ।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাঝে মাঝেই এসব মৃত্যু আমাদের সুযোগ করে দেয় নিজেদের নিয়ে ভাবার। যদিও আমরা ২ দিন পরই সব ভুলে যাই...

১০| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক ঠিক, লেখকের সাথে সহমত!

আমি তো আছি অন্য চিন্তায়!
সাকিব, মাশরাফি নাকি নির্বাচন করবে? দেখুন তো খবরটা সত্য কি না??

বি. দ্রঃ তাল গাছের ভাগ চাই:P

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খবরটা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। তবে সাকিব, মাশরাফি নির্বাচন করবে কিনা এখনো জানা যায়নি।

১১| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পরিকল্পনা মন্ত্রীর কথা সত্য হলে,
সাকিব, মাশরাফি ভুল করবে করবে! কারণ বিনষ্ট রাজনীতিতে তারা কিছু করতে পারবে না!:(
(নির্বাচনে দাঁড়ালে সাকিব না জিতলেও, মাশরাফি যে জিতবে সেটা চোখ বন্ধ করে বলা যায়!)



বি. দ্রঃ ফায়দা হাসিলের জন্য সরকার তাদের ব্যবহার করতে চাইবে, এটা অস্বাভাবিক কিছু নয়!

২৯ শে মে, ২০১৮ রাত ৮:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পজিটিভলি দেখতে হবে। আমাদের দেশে শুধু দুই পরিবার বা তাদের চামচারাই নির্বাচন করবে - এমন ধারণা থেকে সরে আসতে হবে। তবে মাথায় বুদ্ধি থাকলে এখনই রাজনীতিতে আসা উচিত হবে না তাদের...

১২| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


আমরা একটা ৫ম শ্রেণীর কিশোরীর আত্মহ্ত্যা নিয়ে চিন্তিত হই, যখন আমরা জানতে পারি; এই অভিনেত্রী যদি ভালো থাকে, একটা লোক যদি বেকার না থাকে, ১ টা গার্মেন্টস'এর মেয়ে যদি সুখী হয়, আমরা ভালো অনুভব করি; আমাদের ভাবনা সবার জন্য।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেরকম স্বপ্ন আমরা তো দেখি সবসময়...

১৩| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:২৫

অর্ক বলেছেন: দুঃখজনক!!! অর্থ সবসময় সুখ কিনতে পারে না। বছর কয়েক আগে অভিনেতা রবিন উইলিয়াম’র মৃত্যুটা মনে পড়ছে। আত্মহত্যা করেছিলেন। কারণ তেমন জোরালো কিংবা স্পষ্ট ছিল না। ডিভোর্সি স্ত্রী’র কারণে এরকম করেছিলেন বলে ধারণা করা হয়েছিল। তেমন কোনও কারণ আসলে বাইরে থেকে শনাক্ত করা সম্ভব হয়নি। আরও কোনও অজ্ঞাত কারণে তিনি দুঃখী ছিলেন ব্যক্তিগত জীবনে।

যাই হোক পোস্টের বিষয় তাজিন আহমেদ, রবিন উইলিয়াম নয়! তাঁর কথা বললাম এজন্য যে, অনেকের ধারণা তারকাদের জীবনে আরাম আয়েশে ভরা! বিষয়টা আদৌ সত্য নয়। বহু খ্যাতির শীর্ষে থাকা তারকারা ব্যক্তিগত জীবনে হতাশা থেকে আত্মহত্যা করেছেন, করে আসছেন। এ দেশেও বেশ কয়েকটি উদাহরণ আছে। তাজিন আহমেদকে সবসময় হাসিখুশি দেখেছি মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে। সহযেই অনুমেয় উদার মন মানসিকতার মানুষ ছিলেন।

আপনি ভবিষ্যৎ সুরক্ষার ব্যাপারে যা বললেন। এটা যে কোনও শ্রেণী পেষার মানুষের ক্ষেত্রেই হতে পারে। আমার বাবা ডাক্তার ছিলেন। ডেপুটি সিভিল সার্জন ছিলেন কোনও এক জেলার। তিনি জীবনের কোনও প্রান্তে কোনও দুর্নীতি বা অসাধুতা করেননি। তাঁর অবসরের পরের জীবনটাও সেভাবে সুখের ছিল না। বৈষয়িক জ্ঞানের ঘাটতি ছিল তাঁর। শুনতে অবাক শোনালেও তাঁর স্বাক্ষর নিয়ে নিয়ে তাঁর অধস্তন কর্মচারীরা পর্যন্ত বাড়ি জমিজমা করেছেন বিস্তর! নিজের পিতা ব’লে বলছি না, আমার পিতার মতো সৎ, নির্বিবাদী মানুষ সারা পৃথিবীতেই বিরল।

তাজিন আহমেদ’র আত্মার পারলৌকিক শান্তি কামনা করি।

ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য।

১৪| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার ,



তাজিনের জীবনের ঘটনাগুলো দুঃখজনক।
আমজনতা সারা বছর ধরে নিজেদের জীবনের চারপাশে শুধু শূন্যতা আর হাহাকারই দেখে , তাই মিডিয়াকর্মী আর তারকাদের দিকে তাদের নজর থাকে বেশি । তাদের নিয়ে মেতে থেকে আমজনতা নিজেদের সব দুঃখ-কষ্ট ভুলে থাকে । তাই তাদের হা হুতাশ শুধু মিডিয়া কর্মী বা সেলিব্রিটিদের জন্য তোলা থাকে । স্বাভাবিক ।

২৯ শে মে, ২০১৮ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সঠিক বিশ্লেষণ। ধন্যবাদ...

১৫| ৩০ শে মে, ২০১৮ ভোর ৪:২৭

ধ্রুবক আলো বলেছেন: সুমন ভাইয়ের মন্তব্যটা ভালো লাগছে, বেশ যৌক্তিক।
২,৩ নং প্যারায় যা লিখেছেন টা খুব কম মানুষই বুঝেন।

৩০ শে মে, ২০১৮ ভোর ৬:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় থাক‌তে মানুষ বো‌ঝেনা। হা‌রি‌য়ে বো‌ঝে...

১৬| ৩০ শে মে, ২০১৮ ভোর ৪:৩৩

কাওসার চৌধুরী বলেছেন: সহমত আপনার সাথে। চমৎকার কিছু কথা বলেছেন আপনি।

৩০ শে মে, ২০১৮ ভোর ৬:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনা‌কে ধন্যবাদ। সবার জন্যই ওয়া‌র্নিং...

১৭| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:১২

টারজান০০০০৭ বলেছেন: আমাদের ছাম্বাদিকরা ইস্যু খুঁজিয়া পায় না, তাই কোন ছেলিব্রেটি অস্বাভাবিক উপায়ে পটল তুলিলে মনের মাধুরী মিশায়ে একই কাহিনী দিনের পর দিন রবারের মতন টানিয়া লম্বা করিতে থাকে!

ম্যাংগো পিপল তো ছেলিব্রেটি নহে, পাবলিক তাহাদের দুর্দশার খবর খায় না !

সবই ব্যবসা বাইজান !

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমমম। যতদিন এই ব্যবসা বন্ধ না হবে ততদিন দেশেরও উন্নতি হবে না...

১৮| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: খুবই সত্যি একটা কথা বলেছেন। এরকম হাজার হাজার তাজিন আহমেদ আমাদের আসে পাশে আছে যাদের খবর আমরা রাখিনা ও জানিনা।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি। এ থেকে সবারই শিক্ষা গ্রহণ করার আছে...

১৯| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০০

হাঙ্গামা বলেছেন: কোন কথা নয়, খালি তালি হবে।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ তাজিন আহমেদ কে জান্নাতবাসী করুক। আমিন...

২০| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: লিখেছেন সুন্দর করে।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

২১| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:২৬

চোরাবালি- বলেছেন: সুন্দর বলেছেন ভাই, হুমায়ন আহমেদ যার কিনা হাজার কোটি টাকার সম্পদ সেও সরকারী অনুদান চায় চিকিৎসার জন্য, এরকম সব তারকাই তাদের সম্পদ রেখে রাষ্ট্রীয় সম্পদ আশা করে এবং মিডিয়াও তার পক্ষে।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমায়ুন আহমেদ চায়নি। তবে সাম্প্রতিক কালে আহমেদ ইমতিয়াজ বুলবুল চাইছেন চিকিৎসার পর যেন কোন ঘর দেয়া হয় তেনাকে...

২২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০৪

শামচুল হক বলেছেন: তাজরিনের মা কেন জেলে জানার জন্য কৌতুহল জাগছে কিন্তু কিভাবে জানবো।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাজিনের মা'র নাকি প্রোডাকশান হাউস আছে। চেক বাউন্সের মামলার কারণে তিনি ৬০ বছর বয়সেও জেল খাটছেন! ক্ষমতা কমে গেলে সাধারণ মানুষের যা হয় আর কী...

২৩| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০৯

ঢাবিয়ান বলেছেন: তাজিনের ব্যপারটা দুঃখজনক। তাকে আর দশটা ভোগ বিলাশে মত্ত অভিনেত্রি মনে হয় না।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিতা নূরকেও মনে হত এত জটিল ছিল না। কিন্তু তিনিও আত্মহত্যা করেছিলেন। তারকাদের জীবন তেমন সুখের হচ্ছে না মনে হয়...

২৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন ভাই।সুসময়ে কেউ ভাবে না অসময় আসতে পারে।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদম ঠিক। সবার বোঝা উচিত। পরিকল্পনা করা উচিত...

২৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩

সনেট কবি বলেছেন: সমবেদনা সবার জন্য প্রয়োজ।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ তাজিনকে জান্নাতবাসী করুক। আমিন...

২৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: তাজিন আহমেদ

চিন্তামই না :|

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন প্রজন্ম এত তারকার ভীড়ে উনাকে না চেনারই কথা। আর উনি মনে হয় কাজও কম করছিলেন...

২৭| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৯

নিয়াজ সুমন বলেছেন: চমৎকার বলেছেন শেষের লাইনগুলো দারুন লিখেছেন। শুভেচ্চা জানবেন।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ পাঠ ও মন্তব্যর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.