নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বাল্যবিবাহের পক্ষে লেখা পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

১. জনৈক ব্লগার বাল্যবিবাহের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বলেছেন, যেখানে পতিতাবৃত্তিতে কম বয়সী মেয়েদের ম্যাজিস্ট্রেটরা অনুমতি দিচ্ছেন, সেখানে বাল্যবিবাহে কেন বাধা দিচ্ছেন? ঐ পোস্টে কয়েকজন মন্তব্য করেছেন, বয়স চুরি করে ঐ মেয়েদের বাড়িয়ে হয়ত অনুমতি নেয়া হয়। এটার সাথে বাল্যবিবাহের কোন তুলনা আনা ঠিক হবে না। তিনি লিখেছেন, আমাদের বেশীর ভাগের নানী/দাদীদের ১২/১৪ বছর বয়সেই বিয়ে হয়েছে। তাদের শরীরের তো কিছু হয়নি। তাই এখন হতে বাধা কোথায়? পোস্টটি লেখক সরিয়েছেন নাকি মডারেটর সরিয়েছেন তা আমি জানি না...

২. অনেকেই হয়তো বলবেন, ১৬/১৭ বছরেই অনেক মেয়ের ফিটনেস সংসার/মা হওয়ার মত হয়ে যায়, আর ইসলামেও বাধা নেই তাই সমস্যা কোথায়? হয়তো এ কারণে সরকারও 'বিশেষ অবস্থায়' ১৮-র নীচে বিয়ের অনুমোদন রেখেছে। কিন্তু বাল্যবিবাহের ঘটনাগুলো (কিংবা সাফাই গাওয়া লেখাগুলোতে) বেশীর ভাগই হয় ১২/১৩/১৪ বছরের মেয়েদের নিয়ে। এখানেই আমার আপত্তি। কারণ, সমাজ, আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছে। পুরুষ জাতি-ও আগের মত ভদ্র নেই! তাই এসব পিচ্চিদের বিয়ে অবশ্যই ঠেকানো সরকারের দায়িত্ব...

৩. আমি সাধারণত এক পোস্টের মন্তব্য, প্রতি মন্তব্য ধরে আরেক পোস্ট প্রসব করি না। তবুও মনে হল, একটু নিয়ম ভাঙি। কারণ, এ ধরনের মন্তব্য আমি আগেও একজনের পোস্টে করেছিলাম। আমি কর্মজীবন ও পারিবারিক জীবনে যে কোন ঘটনাতে নিজেকে ঐ জায়গায় রেখে ভাবার চেস্টা করি। আমি তেনার(ব্লগার) পোস্টে মন্তব্য করেছি, "আপনার মেয়ে হলে তার জন্য ১০ বছর বয়স থেকেই পাত্র দেখা শুরু করে দিয়েন আর ১৮ বছরের আগেই তাকে বিয়ে দিয়ে দিয়েন।" উনি কোন সদুত্তর না দিয়ে আমার মন্তব্য 'একমুখী' বলে পাশ কাটিয়েছেন...

৪. এখানে আরো একটা ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আসি। ২ বছর আগে যখন রোহিঙ্গাদের ঢল নামে তখন ফেসবুকে কিছু শর্টকাট মুসলিম সবক দেয় যে, রোহিঙ্গা নারীদের বিয়ে করা উচিত। তখন ঐসব পোস্টে মন্তব্যকারীরা লিখেন, আগে নিজের আব্বার জন্য একজন আম্মা নিয়ে আসেন। তারপর দেখা যাবে...

৫. আমাদের জাতীয় চরিত্রই আসলে এরকম। টক শো, কলাম, সেমিনার, বক্তৃতায় কত সহজে আমরা কত কিছু বলে ফেলি। কিন্তু যখন নিজের বেলায় একই বিষয় চলে আসে আমরা ভুলে যাই সব কিছু। তাইতো, বছরের পর বছর আওয়ামী সরকারকে অবৈধ বলার পরও বিএনপি'র মহিলা সাংসদ ঢাকাতে প্লট চেয়ে বসলেন প্রথম চান্সেই। ছাত্রদের অধিকার-এর নাম করে পদ পেয়ে শোভন-রাব্বানী হয়ে গেল চাঁদাবাজ (যাদের শেখ হাসিনা 'মনস্টার' বলেছেন)...

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


আমি পোষ্টটা দেখেছিলাম, সেই পোষ্টের লেখকের ভাবনাগুলো এখনো আজগুবি স্তরে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা ভুল ঘটনা দিয়ে আরেকটা ভুল ঘটনাকে জাস্টিফাই করা উচিত নয়...

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি এই ধরণের পোষ্ট এড়িয়ে চলি, আমি দেখেছি আপনি উক্ত পোষ্টে মন্তব্য করেছিলেন, সমস্যা আপনি বিস্তারিত বলেছেন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মনে করে ভাবলে অনেক কিছুর সমাধান না হলেও সমস্যা ধরা যায় সহজে। বাংলাদেশে প্রেম ব্রেকআপ ব্রেকফেইল (আত্মহত্যা) বিয়ে এসব খুব দ্রুত হচ্ছে এতো দ্রুত যে এ সমস্যার সমাধান ধরার আগে তার দ্রুত গতি কমাতে হবে। এই গতি আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে।


পোস্টে ছবি যোগ করুন, ছবি ছাড়া পোষ্ট নজরে আসে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মীয় অনুশাসনে গুরুত্ব দিতে হবে। অপ্রাপ্ত বয়স্ক ছেলে/মেয়ে স্কুল ইউনিফর্ম পরে কেন পার্কে/হোটেলে যাবে? মাদক বন্ধ করতে হবে...

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম পোস্ট সরিয়ে ফেলা ঠিক হয়েছে বলবো না। মত প্রকাশের স্বাধীনতা সকলের আছে। বাল্যবিবাহের পক্ষে বিপক্ষে ব্লগারদের মতামত কমেন্টের মাধ্যমে জানা যেত। আমার ধারনা, ন্যুনতম ৯৫% ব্লগার বিপক্ষে মত দিতেন।
আমি নিজেও বাল্যবিবাহের ঘোর বিরোধী।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও মনে হয় আরেকটু সময় রাখা যেত। চিন্তার খোরাক হত। এ ক্ষেত্রে বেশীরভাগ লেখকই আমাদের নবীজী(সাঃ)কে সামনে নিয়ে আসেন। যা অনেক সময় সঠিক প্রয়োগ নয়।দাদী, নানীর যুক্তিও ঠিক হতে পারে না। আপনাকে ধন্যবাদ...

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের দিনে দিনে গাধার সংখ্যা বেড়ে যাচ্ছে। ওই পোস্টটি তারই প্রমাণ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জ্বি...

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: "যখন নিজের বেলায় একই বিষয় চলে আসে তখন আমরা ভুলে যাই সব কিছু" - এটাই আমাদের হঠকারী চরিত্রের একটি বৈশিষ্ট্য।
বাল্যবিবাহকে 'না' বলুন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আয়নায় নিজেকে দেখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ...

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:





খায়রুল আহসান বলেছেন: বাল্যবিবাহকে 'না' বলুন!
বিচার মানি তালগাছ আমার, বাংলাদেশে মানবতাবাদীদের কারণে গ্রাম্য সালিশ উঠে গেছে এখন মনে হচ্ছে তাঁর প্রয়োজন আছে। বাল্যবিবাহকে শুধু না বললে হবে না, গ্রাম্য সালিশ করে তাদের পাহাড়ী বেতের মাইর দিতে হবে তাহলে বাল্যবিবাহ ভূত মাথা থেকে নামবে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ক্ষেত্রে দুই পক্ষেরই লোভ কাজ করছে। মেয়ের বাবা বিয়ে দিয়ে দায় সেরে নিচ্ছে, আর ছেলের মনের কথা তো ব্লগে লেখা যাবে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.