নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. বাংলাদেশে যদি নামের রাজনীতির সূচনা কেউ করে থাকে সেটা হল আওয়ামী লীগ। ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই তেনারা ঢাকার ১ নং জাতীয় স্টেডিয়াম, পিজি হাসপাতাল, চট্টগ্রাম বিমানবন্দর, যমুনা সেতু সহ অনেক পুরাতন বা আগের সরকারের চলমান স্থাপনাতে বঙ্গবন্ধু তথা নিজেদের পছন্দের নাম বসিয়ে দেয়...
২. শুরুতেই বলেছি এই নামের রাজনীতির সূচনা করেছে আওয়ামী লীগ, কিন্তু আসলে কেউ এটার কাউন্টার এখনও করেনি। কারণ, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেও যমুনা সেতু, পিজি হাসপাতাল, স্টেডিয়ামের পুরোনো নামে ফেরত যায়নি। এমনকি কাগুজে নোটেও বিএনপি তাদের নেতার নাম ছাপায়নি...
৩. উপরন্তু, ২০০৮ সালে ক্ষমতায় এসে বিএনপি’র অন্যতম বড় সাইনবোর্ড জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামও পরিবর্তন করে আওয়ামী লীগ। অপ্রাসঙ্গিক ভাবে লিখতে হচ্ছে, খালেদা জিয়ার আবেগের ক্যান্টনমেন্টের বাড়ি থেকেও বের করে দেয় আওয়ামী লীগ...
৪. ব্লগে জাতীয়তাবাদি সমর্থক হলেও পদ্মা সেতুর নামকরণ শেখ হাসিনার নামে হওয়াতে আমার আপত্তি নেই বলে একটা পোস্ট দিয়েছিলাম কয়েক বছর আগে। আমি এখনও আগের স্ট্যান্ডেই আছি। কারণ, এই সেতুর নামকরণ, আসলেই শেখ হাসিনার নাম ডিজার্ভ করে। কিন্তু যখনই এটা নিয়ে কথা উঠে, ওবায়দুল কাদের সাহেব এটা উড়িয়ে দেন। বেশ কয়েকবার এ নিয়ে ’সাংঘাতিক’রা প্রশ্ন করলে উনি দায়িত্ব নিয়েই বলেন, সে রকম কোন চিন্তা ভাবনা নেই...
৫. আমার ভাবনা অন্য খানে। যিনি পুরোনো স্থাপনাগুলোতে অবলীলায় নিজের পিতার বা অন্য সদস্যদের নাম বসিয়ে দিয়েছেন (সেদিন দেখলাম টেনিস কমপ্লেক্স-এর নামের আগে শেখ জামাল বসানো), তিনি নিজের ক্ষমতায় থাকাকালে কেন পদ্মা সেতুর নাম দিতে এত পিছপা হচ্ছেন? তিনি কি ভাবছেন, তেনার ক্ষমতার পরিবর্তন হলে এই নাম বদলে যাবে? এই ভাবনাটা আসছে কেন? উনি জীবিত থাকতে উনাকে কেউ সরাতে পারবে বলে তো মনে হয় না...
২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব দেশে এটা প্রযোজ্য নয়, এটা সরকারের ইচ্ছের উপর নির্ভর করে...
২| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৫৮
শাহ আজিজ বলেছেন: এতে গুগল হয়ত আপত্তি করছে বার বার এডিট করার ঝামেলা হে হে হে
২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
৩| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:০৭
সোনাগাজী বলেছেন:
মানুষর দেয়া, স্বাভাবিকভাবে যেই আছে, সটাই নাম হওয়া উচিত; ইহার নাম পদ্মাসেতু। সর্বোপরি, পদ্মার জন্ম ও জীবন প্রকৃতির একটি বিখ্যাত ঘটনা।
২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশে সেটা বাধাগ্রস্থ হয়েছে...
৪| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩৩
বিটপি বলেছেন: পদ্মাসেতুর নাম বঙ্গমাতা ফজিলাতুননেছা করার দাবী উঠেছিল - এতে সাধারণের মধ্যে হাসির রোল পড়ে গেছে। ব্যাপক ভাবে সেই পোস্টে হা হা রিয়াক্ট দেয়া হয়েছিল। এর পর থেকে আওয়ামী লীগের কেউ আর সেই দাবী তোলেনি লজ্জায়।
২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবচেয়ে বেশী প্রশ্ন ও লেখালেখি হয়েছে শেখ হাসিনার নামে করা নিয়ে...
৫| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৩
জুন বলেছেন: ভাসানী নভো থিয়েটারের নাম উল্লেখ করলেন্না যে !! ভাসানী তো বিম্পি করতো না বলেই জানি তালগাছ
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ওদের শুরু করা ছিল - এই যুক্তিতে ছাড় দেয়া যায়!!
৬| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
ভার্চুয়াল তাসনিম বলেছেন: মোদি গান্ধীজির নামের কিছু পরিবর্তন করেনি। পৃথিবীর কোন দেশে কোন স্থাপনা ঐতিহ্যের নাম পরিবর্তন করা হয়না।
২৪ শে মে, ২০২২ রাত ৮:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পৃথিবীর কোন দেশে এত হিংসা নেই...
৭| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫
হাবিব বলেছেন: উপরওয়ালা যেটা চান সেটাই হয়
২৪ শে মে, ২০২২ রাত ৮:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী জবাব দিব বুঝতে পারছি না...
৮| ২৪ শে মে, ২০২২ রাত ১০:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
@ জুন আপা। এত কিছু জানেন বঙ্গবন্ধু নভোথিয়েটার ইতিহাস আপনার তো ভালো জানার কথা ছিল।
২০০০ সালে তৈরি বঙ্গবন্ধু নভোথিয়েটার নামেই জন্ম হয়েছিল।
২০০১ এ বিএনপি-জামাত এসে বঙ্গবন্ধুর নামের সকল স্থাপনা নিশ্চিহ্ন করা শুরু করে।
শুধু নভোথিয়েটারের নামে ভাসানী লাগানো না, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র কেও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র নামকরণ হয়েছিল করা হয়েছিল।
নৌবাহিনীর জন্য নতুন কেনা সর্ববৃহৎ যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু সেই নাম পরিবর্তন করা হয়েছিল। শুধু নাম পরিবর্তন করেই ক্ষান্ত হয়নি, যুদ্ধজাহাজটি ডি কমিশন করে ৫ বছর অচল করে ফেলে রাখা হয়েছিল। নতুন কেনা জাহাজটি নষ্ট করে ফেলতে।
বিএনপির কিছু করলে সেটাকে দোষ ধরা হয় না। কারণ বিএনপির অভিজাত শিক্ষিতদের দল, আম্লীগ খ্যাত, চাষাভূষা দের দল।
২৫ শে মে, ২০২২ দুপুর ১২:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো কমপ্লিটেড কাজ ছিল না। বিএনপি উদ্ভোধনের সময় নাম পরিবর্তন করে, যদিও আপনার যুক্তি ঠিক আছে। কিন্তু বিএনপি কোন এস্টাবলিসড স্থাপনার নাম বদল করেনি...
৯| ২৪ শে মে, ২০২২ রাত ১১:০০
নিমো বলেছেন: কিছু কুলাঙ্গারের দেশকে বিকৃত নামকরণ নিয়ে আপনার মতামত কী ?
২৫ শে মে, ২০২২ দুপুর ১২:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই ঘৃণিত কাজ...
১০| ২৪ শে মে, ২০২২ রাত ১১:৩২
গরল বলেছেন: আমার মতে, জাতীয় চার নেতার নামে কিছু নেই, তাদের নামেও কিছু হওয়া উচিৎ।
২৫ শে মে, ২০২২ দুপুর ১২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা নতুন কিছু তৈরি করে রাখা যেতেই পারে...
১১| ২৫ শে মে, ২০২২ রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: আহ হা, নাম বড় কথা নয়। কর্ম টাই আসল।
২৫ শে মে, ২০২২ দুপুর ১২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা তো তেনারা বোঝেন না...
১২| ২৫ শে মে, ২০২২ সকাল ৯:৪৭
খাঁজা বাবা বলেছেন: আপনার সাথে একমত,
কোন কাজে কারো অবদান থাকলে তার নাম দেয়া যেতে পারে।
সবচেয়ে ভাল স্বাভাবিক ভাবে যে নাম আছে সেটা থাকা।
আমাদের দেশে নাম যেভাবে ব্যবহার করা হচ্ছে, টয়লেট ও বাদ যাচ্ছে না, সেটা দৃষ্টিকটু।
২৫ শে মে, ২০২২ দুপুর ১২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই দৃষ্টিকটু। এই অপরাজনীতির জন্য দেশে অশান্তি তৈরি হয়, স্থিতিশীলত নষ্ট হয়...
১৩| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:০৪
শোভ বলেছেন: আপনার কথার জবাব দেয়ার জন্য লগ ইন করলাম, নাম বদলের সুচনা করেছিল আওয়ামীলীগ এটা রাজনিতি না ১৯৭১ স্বাধীনতা যুদ্ধের পরে পাকিস্তানিদের নামে যেই নাম গুলো ছিল সেই গুলো বদল করেছে এবং তা একান্ত কাম্য ছিল । কিন্তু হিংসার নাম বদলের রাজনৈতি শুরু করেছে বি এন পি যেমন -বঙ্গবন্ধু ন্যাম সম্মেলন কেন্দ্রের নাম বদল করে চিন মৈত্রী করেছিল । বঙ্গবন্ধু নভোথিয়েটারের নাম বদল করে ভাসানী করে ছিল । টাকার বঙ্গবন্ধুর ছবি ছিল সেটা বাদ দিয়েছে বিএন পি । আরো অনেক আছে মোটা দাগে যেই গুলো বদল করেছে বিএনপি সেই গুলো বললাম , চট্রগ্রাম এম হান্নান (বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধিনতার ঘোষনা পাঠক) আর্ন্তরজাতিক এয়ার পোর্টের নাম বদলিয়ে শাহ আমানত করেছে । ঢাকা এয়ারপোর্ট কি জিয়া বানিয়েছিল ???? কিন্তু এয়ার পোর্ট তার নামে করে বি এন পি । এম এ হান্নান যে ভাবে শাহ আমানত হয়েছে সেই ভাবেই জিয়া এয়ার পোর্ট শাহ জালাল হয়েছ। আমি ব্লগে লিখিনা কিন্তু যারা লিখে তাদের গুলো মন দিয়ে পড়ি । কেউ বেশী উদ্ভট লিখলে মন্তব্য করি তা না হলে শুধু পড়ি মন্তব্য করি না । আপনার টা এক পেশে ছিল তা.।.।.।
২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরেকটু হোমওয়ার্ক করলে ভাল হয়। এয়ারপোর্ট অবশ্যই জিয়া শুরু করেছে। আরও জেনে রাখুন জিয়া বেঁচে থাকতে নিজের নাম দেননি। এটার রিনোভেশানের পর উনাকে সম্মান করে জিয়ার মৃত্যুর পর প্রেসিডেন্ট সাত্তার এই নাম দেন, যা এরশাদ সাহেব এবং হাসিনার ১ম টার্মও বদল করেনি। চট্টগ্রাম এয়ারপোর্টের নাম কি হান্নানের নামে শুরুতেই ছিল? নাকি শেখ হাসিনা দিয়েছে? নভো থিয়েটারে ব্যপক দুর্নীতি হয়, যদিও বিএনপি কাজটা শেষ করে। একই ভাবে অপচয় করা ন্যাম সম্মেলনের জন্য তৈরি কনভেনশান সেন্টারের কাজ শেষ করে চীন মৈত্রী নাম দেয়...
১৪| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:৫৪
খাঁজা বাবা বলেছেন: @শোভ, ঢাকা এয়ারপোর্ট এর উদ্যোক্তা জীয়া।
সে নিজ উদ্যোগে বিভিন্ন দেশ থেকে সাহায্য ও ঋণ এনে এটা শুরু করেছিলেন।
২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমন কি জিয়া নিজে এই নাম দেননি...
১৫| ২৫ শে মে, ২০২২ বিকাল ৪:১৫
রানার ব্লগ বলেছেন: শেক্সপিয়ার বলেছেন নামে কি আসে যায় !!!!
২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেজন্যই বিএনপি জিয়ার নামে তেমন কিছু করে পাল্টা প্রতিশোধ নেয়নি!
১৬| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:০২
অরণি বলেছেন: হয়তো এমন একদিন আসবে যেদিন শেখ পরিবারে নামের বাইরে কিছুই থাকবেনা!!! যেমন : ....... ধান, ....... আম, ....... কাঠাল, ....... ১০০০ টাকার নোট, ....... ৫০০ টাকার নোট, ....... যমুনা নদী, ....... পদ্মা নদী, ....... স্কুল, ....... কলেজ, ....... বিশ্বাবিদ্যালয়, ....... রাস্তা কোন কিছুই বাকী থাকবেন।
২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর বেশীদিন এসব চলবে না। সময়ের অপেক্ষা...
১৭| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৪৪
রানার ব্লগ বলেছেন: অরণি @ আমি দেখতে চাই এমন হাস্যকর দিন এলে আপনি কি করেন ?
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কাগুজে নোটে চাইলেও যে কারও ছবি ছাপানো যায় না। কেবল স্ব স্ব জাতির জনকের ছবিই থাকে।