নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমার এক বন্ধু প্রেম করত। প্রেমের মাঝপথে মেয়ের পরিবার জেনে যাওয়াতে এলাকা ত্যাগ করে গ্রামে চলে যায়। অনেকটা গৃহবন্দী করে রাখে তাদের মেয়েকে। বন্ধু কিছু করতে পারে না, কারণ বন্ধু দেশের এক প্রান্তে, প্রেমিকা অন্য প্রান্তে। অন্য এলাকায় গিয়ে কিছু করার সাহস হয় না। মেয়েও পরিবারের ভয়ে কিছু করতে পারে না...
২. তবে মোবাইলে যোগাযোগ ছিল। মেয়ে বলেছে, তার এলাকায় আসতে পারলে সে ঘর থেকে পালিয়ে যাবে। এখন বন্ধুর প্ল্যানের অপেক্ষা। বন্ধুর যেহেতু ঐ অঞ্চলে কোন পরিচিত নেই। তাই বন্ধু প্রথমে ফেসবুকে ঐ অঞ্চলের ইউজারদের রেন্ডম বন্ধু বানায়। মেসেজ দিতে দিতে ২/১ জনের সাথে ফেসবুক বন্ধুত্ব হয়। তারপর ঐ মেয়ের কথা ও ভাগিয়ে আনার ব্যপারে সহায়তা চাওয়া হয়...
৩. সেই ফেসবুক ফ্রে্ন্ডের সাহায্যে আমার বন্ধু ঐ মেয়েকে তার জেলা থেকে ভাগিয়ে দ্রুত বিয়ে পড়িয়ে বৈধ ভাবে নিজের জেলায় নিয়ে আসে। একটা প্রেমের সফল পরিসমাপ্তি হয়। তা সম্ভব হয়েছে একমাত্র সৎ জেদের কারণে। এর মধ্যে কোন খাদ ছিল না...
৪. পদ্মা সেতুতে যখন বিশ্ব ব্যাংক ঋণ দিতে অস্বীকৃতি জানায়, সেটা আওয়ামী লীগের জন্য একটা প্র্যাস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। তারা ভাল করেই জানত, এটা নিয়ে আজীবন কথা শুনতে হবে। তাই তারা যেভাবেই হোক নিজস্ব অর্থায়নে এটা করার প্রতিজ্ঞা নেয়। তাদের এই চাওয়াতে কোন খাদ ছিল না বলেই মনে হয়। যদিও বড় প্রকল্পে ব্যপক দুর্নীতি হয় এবং সাংঘাতিকদের কারণে এটা নিয়ে অনেক হাইপ তোলা হয়েছে। স্প্যানের নিউজ থেকে শুরু হয়ে সাংঘাতিকদের কাজ আজকে শেষ হয়ে যাচ্ছে...
৫. আমার কথা হচ্ছে, এই জেদ শুধু একটা সেতু তৈরি করতে কেন দেখাতে হবে? এই জেদ তো গণতন্ত্র, সুশাসন, নির্বাচনী ব্যবস্থায়ও দেখানো যেতে পারে। কেন এই জেদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া যায় না? কেন এই জেদ দিয়ে দুর্নীতি রোধ করা যায় না? কেন এই জেদ দিয়ে ঢাকাকে যানজট মুক্ত করা যায় না?
৬. যদিও বর্তমান ব্যবস্থায় আওয়ামী লীগ আর হারবে না, তবুও আওয়ামী লীগ ও মিডিয়ার কাজ কারবারে মনে হচ্ছে আওয়ামীলীগের অর্জন শুধু একটা পদ্মা সেতু। যদি একটা সেতুই এক সরকারের উন্নয়নের সাইনবোর্ড হত, তাহলে বিএনপি আজীবন জিয়া এয়ারপোর্ট এর কথা বলে ভোট চাইত...
পুনঃশ্চ - আওয়ামী লীগ থেকে শুরু করে ফেসবুক সমর্থক পর্যন্ত সবার একটাই কথা - পদ্মা সেতু নিয়ে নেতিবাচক কিছু বলা মানেই দেশ বিরোধী। আমি আবার নতুন এই 'পদ্মা ফিল্টারে' আটকা পড়লাম না তো?
২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইনশাআল্লাহ...
২| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:২৪
ইমরোজ৭৫ বলেছেন: চিন্তা করবেন না। একদিন দেশ আরো উন্নত হবে।
২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সব রাজনীতিবিদ আর এই গণতান্ত্রিক চর্চা থাকলে দেশ বেশী উন্নত হতে পারবে না...
৩| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৩৭
জুল ভার্ন বলেছেন: নিয়মতান্তিক ভাবে সর্বচ্চ একাউন্টিবিলিটি রক্ষা করে দেশের জনগনের টাকায় দেশের জন্য উন্নয়ন হোক।
২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাতে কারো আপত্তি থাকার কথা নয়...
৪| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৫৯
জুন বলেছেন: কেন এই জেদ নিয়ে ভারতের কাছ থেকে পানি আনতে পারে না?
২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা অবশ্য মমতা ব্যানার্জির জেদের কারণে দিল্লি দিতে পারে না। কিন্তু আপাতত এই জেদটা দেশের ভেতরেই কাজে লাগাক...
৫| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:২১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: সবই হবে।
২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দ্রুত হোক...
৬| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জটিল পোস্ট
পদ্মা সেতুর জন্য নানা কারণে ডিটারমিনেশনটা একটু বেশিই ছিল মাননীয় প্রধান মন্ত্রীর। বলা যায়, অসাধ্যকে সাধন করেছেন তিনি। তার নেতৃত্বে পুরো জাতির একটা বিরাট সাফল্য এ পদ্মা সেতু। প্রতিটা নাগরিকের ইচ্ছে ও অবদান আছে এতে। জাতির উন্নয়নে একটা ঐতিহাসিক ও অবিনশ্বর মাইলফলক এটা।
দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা, পানির ন্যায্য হিস্যা আদায়, ইত্যাদি গুরুত্বপূর্ণ সবগুলো ইস্যুতেই ধীরে ধীরে সাফল্য আসবে বলে আমরা আশাবাদী।
২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশা নিয়ে আমার পিতা গত হয়েছেন। আমিও গত হয়ে যাব কিছুদিনের মধ্যে...
৭| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: পদ্মা সেতুর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী জামাত ইসলামী দের বেশ চুলকাচ্ছে ফেসবুকে যা লক্ষ্য করা যাচ্ছে। জেদ সব কিছু তে আছে। প্রকল্প একটার পর একটা বাস্তবায়ন হবে। সব একসাথে করার সামর্থ্য বাংলাদেশের নেই।
২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু প্রকল্প করলেই তো হবে না। দেশের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি, রাতের ভোট, দলীয়করণ, সুশাসন না থাকলে সাধারণ জনগণের কোন লাভ নেই...
৮| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩১
সোনাগাজী বলেছেন:
বিশ্বায়নের কারণে পদ্মাসতুতে ১৯৭২ সালেই হাত দেয়া যেতো; বুদ্ধিমত্তার অভাবে এতদিন পরে হলো।
২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গান বের হইছে, বঙ্গবন্ধু দিয়েছে দেশ, শেখ হাসিনা দিয়েছে পদ্মা সেতু...
৯| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: জেদ দিয়ে শুধু না আরো অনেক কিছু হয়েছে।
রাজাকারদের ফাঁসি হয়েছে। শেখ মুজিবের খুনিদের বিচার হয়েছে।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৪:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব ভাল। এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুক...
১০| ২৫ শে জুন, ২০২২ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: যদি অন্য কেউ ক্ষমতায় এলে আজ পদ্মাসেতু হতো? হতো না।
আরো নতুন করে ফালু কালুর জন্ম হতো।
২৬ শে জুন, ২০২২ সকাল ৯:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী হলে কী হত, এসব ভেবে এনার্জি লস করার কোন মানে নেই...
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:২৪
ইমরোজ৭৫ বলেছেন: সব হবে।