নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

৫ জন মৌ-লভী সংসদ থেকে বের হয়ে আসছেন...

১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৯



১. উপরের ছবিতে যাদের দেখা যাচ্ছে, তেনারা বিএনপি'র টিকিটে আওয়ামী লীগের ভিক্ষায় পাওয়া সংসদ সদস্য। কথা ছিল, তেনারা (বিএনপি) কেউ রাতের ভোটের সংসদে শপথ নিবেন না। কিন্তু নানা নাটকীয়তার পর দলের বিরুদ্ধে গিয়ে তেনারা শপথ নেন...
২. তেনারা যাত্রা পালার বিবেকের মত সংসদে মাঝে মাঝে জ্বালাময়ী বক্তৃতা দিতেন। যা দেখে অনেকেই মুচকী হাসি দিতেন। তেনারা যে কীসের লোভে সব সুযোগ সুবিধা নিয়ে সংসদ সদস্য হয়েছেন সেটা সবাই বোঝে...
৩. এনাদের মধ্যে একজন(রুমিন ফারহানা) মহিলা কোটায় এম পি হয়েই তেনাদের ভাষায় অবৈধ প্রধানমন্ত্রীর কাছে সরকারী প্লট চেয়ে আবেদন করেন। আহা! একটা প্লটের জন্য দলকে, বিবেককে বিক্রি করতেও আপত্তি নেই...
৪. তো, ৪ বছর পর এনাদের দলের মনে হল, এই সরকারের পতন ঘটাবেন ১০ ডিসেম্বর। এটা নিয়ে অনেক হাইপ তোলা হল। সব শেষে পর্বতের মূসিক প্রসব করলেন তেনারা। তেনারা পদত্যাগ করাতে যেন সরকারের অনেক ক্ষতি হয়ে গেল?
৫. আর্মি, পুলিশ, আদালত কোন সরকারের অনুগত থাকলে সেই সরকারকে নামানো যায় না। গলাবাজি করে সরকারের পতন হয় না, বিপ্লব হয় না। এই সত্যটা ১৮ বছর আগে আওয়ামী লীগের আবদুল জলিলও মানতে চান নি যিনি তখন ৩০ এপ্রিল সরকারের শেষ দিন ঘোষণা করেছিলেন। আর এখন ফখরুলও মানতে চায়নি। ফলাফল, আরেকটি ব্যর্থ দিন হিসেবে ইতিহাসে নাম লেখালো...

টীকা - মৌ-লভী (কপিরাইট - কাজী নজরুল ইসলাম, যদিও উনি লোভী মাওলানাদের বুঝিয়েছেন)

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০১

বাকপ্রবাস বলেছেন: সংসদে যাওয়াটা ভন্ডামি ছিল, বৈধতা দেয়া হয়েছে সংসদে গিয়ে

১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

২| ১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

এমজেডএফ বলেছেন: উনারা দেশের স্বার্থে স্বেচ্ছায় সংসদ থেকে পদত্যাগ করে নাই। পদত্যাগ করেছেন তারেকের কথায়! :)
"বিদেশে থাকা হারুন বাদে আর সবাই সমাবেশে বক্তৃতা দিতে দাঁড়িয়ে একে একে নিজের পদত্যাগের কথা বলেন। তারা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পদত্যাগ করছেন।"
সূত্র: bdnews24.com

১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাইস্যকর...

৩| ১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগের সব এমপি বেরিয়ে গেলেও শেখ হাসিনাকে চিন্তিত মনে হবে না।

১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা আন্তর্জাতিক চাপ এবং রিজার্ভ নিয়ে চিন্তিত, বিএনপি-কে নিয়ে নয়...

৪| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: আমি রাজনীতি বুঝি না।

১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দরকার নেই। ভাল লোক এসব রাজনীতি করেও না...

৫| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৫

নেওয়াজ আলি বলেছেন: সব কিছু তাদের অনুগত । নামানো কঠিন তাই

১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি থাকলেও এরকম করত। তাইতো তত্ত্বাবধায়ক সরকারের দরকার...

৬| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৪

কামাল১৮ বলেছেন: পদত্যাগ করা হটকারী সিদ্ধান্ত।

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৪ বছর মনে ছিল না?

৭| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২১

রানার ব্লগ বলেছেন: সর্কাস চলছে।

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লাল পাসপোর্টের মায়া ছাড়া বড়ই কঠিন...

৮| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২২

কাঁউটাল বলেছেন: ওরা ১১ জন

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৭ জন। তাও কত ভাব?

৯| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫২

বিটপি বলেছেন: উনারা শপথ নিয়ে সংসদকে বৈধতা দিয়ে আওয়ামী লীগকে উদ্ধার করেছিলেন। এখন আওয়ামী লিগের কি হপে?

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব পদলোভী। দেশের কিছুই হবে না, ভোগান্তি ছাড়া...

১০| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০০

শেরজা তপন বলেছেন: ফাঁকতালে ঢোল বাজাচ্ছে ওইসব এলাকার আওয়ামিলীগের এমপি পদপ্রার্থীরা! এর মধ্যে হিসাব করা শুরু করে দিয়েছে এক বছরে কত দ্রুত কত হাজার কোটি টাকা উপার্জন করা যায়। তাদের সালামিতে দল ও দলের কিছু কেউকেটারও পকেট ভারি হবে :)

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিকই ধরেছেন। এটাই বাংলাদেশের রাজনীতি, দলের চেয়ে ব্যক্তি বড়...

১১| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিছু একটা করে দেখানোর ছিল। না হয় মুখরক্ষা হতো না।

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব পাবলিক বোঝে...

১২| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দরকার নেই। ভাল লোক এসব রাজনীতি করেও না...

অথচ দেখুন রাজনীতি না করলেও ওদের সিদ্ধান্ত এবং ওদের কর্মকান্ডে আমাকে ভূগতে হয়।

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা দুনিয়ার নিয়ম...

১৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: চলেই যদি যাবে তবে এসেছিল কেন?

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লাল পাসপোর্ট, প্লট, ফ্ল্যাট এর লোভে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.