নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

হিরো আলম-এর হেটার্স কমাটা জাতির জন্য অশনি সংকেত...

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৪২



১. অশ্লীল মিউজিক ভিডিও বানিয়ে পরিচিতি পাওয়া হিরো আলমকে ট্রল করতে করতে এখন তার আয়ের উৎস বানিয়ে ফেলেছে গন্ডমূর্খ .দু জনতা। সে কম শিক্ষিত হলেও বুঝে গিয়েছে এই গন্ডমূর্খ জনতা যতদিন লাইক, ভিউ করবে আর সাংঘাতিকরা তার সামনে মাইক ধরে রাখবে ততদিন তার ব্যবসা তথা ইনকাম চলতে থাকবে...
২. সে একজন জাত এটেনশান সিকার। হিরো আলম কবিতার কোর্স করেছে – আপনি বাহবা দিলেন, এমপি ইলেকশানে দাঁড়িয়েছে – আপনি বাহবা দিলেন, নতুন দল করতে চায় – আপনি স্বাগত জানালেন- এগুলোকে আপনি সমর্থন করছেন কীভাবে? একজন অসৎ এমপি’র পরিবর্তে একজন সৎ রাজনীতিবিদ না চেয়ে আপনি কেন হিরো আলমকে সংসদে দেখতে চান? whats wrong with you?
৩. হিরো আলমের ভিডিও আপনার পরিবার নিয়ে আপনি দেখতে পারবেন? হিরো আলমের পারিবারিক জীবন সম্পর্কে আপনি জানেন? আপনার সন্তান হিরো আলমকে আদর্শ মেনে তার মত হোক – সেটা আপনি চান? আপনার দলের স্থায়ী কমিটির সদস্য বা প্রেসিডিয়ামে হিরো আলমকে চান? যদি না চেয়ে থাকেন, তাহলে কিসের জন্য তার প্রতি সমবেদনা, সহানুভূতি জানিয়ে কমেন্ট করছেন? কেন বস্তাপচা ডায়ালগ লিখছেন প্রতিনিয়ত –
* হিরো আলম নিজের চেষ্টায় এতদূর এসেছেন, আপনার হিংসা হয় কেন?
* হিরো আলমের প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে
* হিরো আলম এম পি হলে দুর্নীতি করবে না
* সমালোচনা না করে হিরো আলম এর মত হয়ে দেখান
* হিরো আলম বাংলাদেশের নাগরিক, তার অধিকার আছে
৪. আমাকে ভুল বুঝবেন না। আমি ঘৃণার বীজ বপন করছি না। আমি শুধু আপনার বিবেক কে প্রশ্ন করছি, আপনি হিরো আলমকে কেন হাইলাইট করছেন প্রতিনিয়ত? আপনার মৃদু সমর্থন পেতে পেতে কিন্তু এসব অযোগ্যরা একদিন ঠিকই আপনাকে নিয়ন্ত্রণ করবে, সব কিছু নষ্টদের অধিকারে যাবে...

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০১

শায়মা বলেছেন: যদিও তার ইচ্ছাশক্তি, অদম্য মনোবল, বুদ্ধিমত্তা ( কুট বুদ্ধি হলেও) ও লেগে থাকার কোয়ালিটি দেখে আমি মুগ্ধ।

তবে সংসদে বা এমন কোনো কাজে তার আসা উচিৎ না। কারণ সে টাকা দিয়ে জনকল্যান করুক নো প্রবলেম কিন্তু বুদ্ধি দিয়ে ভালো কিছুই করতে পারবেনা কুটকচালী ছাড়া।

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যার যার যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। কিন্তু সেটা বাদ দিয়ে অযোগ্যরা যদি স্থান নিয়ে ফেলে তাহলে সামগ্রিক ভাবে পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এমনিতে নতুন প্রজন্ম পড়ে থাকে এফ বি, ইউটিউব, টিকটক নিয়ে - তার উপর হিরো আলম রা যদি যোগ্যদের স্থান দখল করে তাহলে অবস্থা খারাপই হবে...

২| ১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: সমস্যা হিরো আলমেরা নাকি আমরা!

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ বিষয়ে আপনার চিন্তাধারা আমার মতই। ধন্যবাদ...

৩| ১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১২

শূন্য সারমর্ম বলেছেন:


হিরো আলম নিয়ে কেস স্টাডি করে ইতিহাসে ঢুকানো প্রয়োজন।

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা প্রকৃত শিক্ষিত হতে পারিনি। তাই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মেতে থাকি। হিরো আলম তারই একটা প্রোডাক্ট...

৪| ১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩৫

এম ডি মুসা বলেছেন: হিরো আলম কোন কুরুচিপূর্ণ গান গেয়ে তার বিকৃত গলা এবং সে গান কে অপমান করেছে একবার রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে গানের ভারসাম্য নষ্ট করার চেষ্টা করেছিল পরবর্তীতে আইনি নোটিসের রবীন্দ্র সংগীত গাওয়া বন্ধ করেছে আসলে কি বর্তমান যুগে পাবলিক তাকে নিয়ে ট্রল করতে করতে আসলে সে একজন ভাইরাল হয়ে গেছে এখন দেখি সে আবার নির্বাচনে দাঁড়ায় নির্বাচনে পরাজিত হয় কোন প্রশ্নের নেমে আসে তাকে নিয়ে একটা হাস্যকর তৈরি হয়েছে আবার টিভি সাংবাদিক বর্তমানে জনপ্রিয় টেলিভিশনগুলো তাকে নিয়ে ডেকে নিয়ে যাচ্ছে সেখানে তিনি দোকান উদ্বোধন করতে যাচ্ছে

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাংঘাতিকরা নাকি জাতির বিবেক! এইগুলো হল দেউলিয়া সাংঘাতিক...

৫| ১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩৭

এম ডি মুসা বলেছেন: আসলে যে দেশের যোগ্য ব্যক্তির লোকের অভাব এদেরকে নমিনেশন দেয় কেন আরেকটা কথা হচ্ছে যে হিরো আল-আমিন যে অধিকার নাই যে বোর্ডে ধরনের অধিকার আছে তাকে নিয়ে এত মাতামাতি এত কাহিনী করার কোন মানে না আসলে সে সমাজের সে তো ভালো সুন্দর করে কথা বলতে পারে না দেশের সমাজে কি কি এমনই যোগ্য ব্যক্তির অভাব হয়েছে যে তাকে দিয়ে নির্বাচন করাতে হবে আমি আবার দেখলাম যে মানে কি

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার আশে পাশের লোকেরা তাকে লোভ দেখাচ্ছে - এসব করে ভাইরাল হওয়া যাবে, পাবলিক খাবে...

৬| ১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: হিরো আলম মূলত একটা নির্বোধ। তাকে নিয়ে কিছু লোকজন নাচছে।

১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের সংখ্যা বেড়েই চলেছে...

৭| ১৩ ই মার্চ, ২০২৩ দুপুর ২:১৭

আঁধার রাত বলেছেন: বুঝতে পারছি যে আপনার জ্বলে। মানসিক স্বাস্থ্য ভাল না থাকলে এমন হয়। চিকিৎসা করলে ভাল হয়ে যাবেন। আমার খোঁজে ভাল সাইক্রেটিস্ট আছে। আলমের দুইটা জিনিসের ঘাটতি আছে ১। গায়ের রং ২। স্কুলে পড়তে যাইতে পারে নাই।
তবে সামান্য এইটুকু জীবনে তার যা অর্জন তাতে আপনার কিছু মানুষ হিংসা করবে। করবে কারন এক জীবনে তার যা অর্জন আপনি বাকী জীবন সেটা অর্জনের চেস্টায় সফল হতে পারবেন-এই ব্যাপারে আমার সন্দেহ হয়।
এই পোস্টই তার সফলতার প্রমান। আপনারে পোছেও না আলম আর আপনি তারে নিয়ে পোস্টান।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিখ্যাত কিংবা কুখ্যাত - দুই ভাবেই মানুষের পরিচিতি বাড়ে। মন্তব্যর জন্য ধন্যবাদ...

৮| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:০৯

নতুন বলেছেন: ৪. আমাকে ভুল বুঝবেন না। আমি ঘৃণার বীজ বপন করছি না। আমি শুধু আপনার বিবেক কে প্রশ্ন করছি, আপনি হিরো আলমকে কেন হাইলাইট করছেন প্রতিনিয়ত? আপনার মৃদু সমর্থন পেতে পেতে কিন্তু এসব অযোগ্যরা একদিন ঠিকই আপনাকে নিয়ন্ত্রণ করবে, সব কিছু নষ্টদের অধিকারে যাবে...

যদিও এটা কোন কিছুই নিয়ন্ত্রন করবেনা। কিন্তু পাবলিক এমন সস্তা জিনিস নিয়েই মেতে থাকছে বর্তমানে।

( সুলতান ডাইনস নিয়ে এতো আলোচনা তার ০.০০১% ও আধানির বিদুত নিয়ে হয়নাই!!! )

মানুষ এখন ফেবুক বেশি পড়ে ট্রল/মেম দেখে পছন্দ করে। বই পড়লে আলোচনা করতে পারতো সেই জ্ঞান কমে আসছে ট্রল বাড়ছে। আরো বাড়বে বলেই মনে হচ্ছে।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। মানুষ নেগেটিভ জিনিস নিয়ে বেশী মাতামাতি করে...

৯| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৪২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বিষয়টা এখন ঘেন্নার পর্যায় পৌঁছে গেছে । আবেগে বাঙ্গালী নিজের কাঁথা ছিঁড়ে অন্যের কাঁথা নিয়ে টানাটানি করে ।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই জাতির অবস্থার পরিবর্তন হয় না হুজুগের কারণে...

১০| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:২০

বিষাদ সময় বলেছেন: হিরো আলমকে এখন ব্যাকআপ দেয়া হচ্ছে.......

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক নুরা পাগলার মত...

১১| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ফেসবুকে একসময় মডেল আরিফ খান কে চিনতাম। সে নিয়মিত ছবি পোস্ট করতো। তাকে নিয়ে ট্রল চলতো।
আমি হিরো আলমের কোন ভিডিও দেখিনি। সৌভাগ্য হয়নি।

আপনার চিন্তাধারা সাথে আছি। ++

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ মডেল আরিফ কে নিয়ে ট্রল চলত। এখন সবাইকে ছাপিয়ে গিয়েছে হিরো আলম...

১২| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৫

অধীতি বলেছেন: আপনি যাদের ভরসা করেন তাদের কাছ থেকে প্রত্যাশার মার খেলে পরে যে কেউ এসে তাদের স্থানটা দখল করে নিতে পারে। এক বন্ধু জিজ্ঞেস করছিল "আগামী দশ বছর পরে যদি হিরো আলম কোন ভার্সিটিতে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে যায় তুই কি মেনে নিবি?" আমি বল্লাম না এটা মানা যায় না। ও বল্ল "কেনো? কালো, দেখতে খারাপ, পড়াশোনা জানেনা এ কারণে?

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এরকম দৃশ্য দেখার আগেই যেন দেশ ছাড়তে পারি...

১৩| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:




তাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভিসি হিসেবে নিয়োগ দিলে ছাত্ররা উপকৃত হবে।

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একজন মহামান্যের ভাঁড়ামিকে এপ্রিশিয়েট করে তাদের জন্য হিরো আলম নিয়োগ দিলেই বা কী...

১৪| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এদের সংখ্যা বেড়েই চলেছে...

এটা সমাজের জন্য ভয়ঙ্কর খারাপের লক্ষন।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকেই তা মনে করে না...

১৫| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: এই গন্ডমূর্খ লোকই মমতাজকে এমপি করেছে। দেখে দেখে পড়তে না পারা গন্ডমূর্খ এমপি হয়।

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুর্ভাগা জাতি...

১৬| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৩৬

সোহানী বলেছেন: আমরা হুজুগে লাফাই আর সাথে এ্যাটেনশানসিকার.......... দুয়ে দুয়ে চার!!!

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন প্রজন্মের জন্য ভাল কিছু হচ্ছে না...

১৭| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৯

রানার ব্লগ বলেছেন: তার ধৈর্য কে আমি প্রশংসা করি !

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকার জন্য সব কিছু করতে পারে কেউ কেউ...

১৮| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অযোাগ্যদের ঘাড়ে চড়ালে দেশের ও সমাজের অবস্থা হবে ভয়াবহ।

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই দিকে যাওয়ার আগেই সচেতন হতে হবে...

১৯| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ২:১৮

জুল ভার্ন বলেছেন: কোনো দূর্ণীতিবাজ আমলা, মন্ত্রী, রাজনৈতিক নেতাদের থেকে অনেক উত্তম হিরো আলম।

১৪ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.