নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. যদি স্বাভাবিক ঘটনা হত তাহলে ২০১৪-তেই আর্জেন্টিনা জিতে যেত বিশ্বকাপ। তখনকার আর্জেন্টিনা ছিল এখনকার চেয়েও শক্তিশালী। কিন্তু না, তারা হেরে যায় এবং তারপর আরো ২ বার কোপা আমেরিকা ফাইনালে হেরে যায়। সবাই ধরেই নিয়েছিল মেসি আর আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই। তার উপর মেসির বয়স হয়ে গিয়েছিল ৩৫ বছর...
২. রূপকথাতে নায়ক প্রথমেই জিতে না। সব চড়াই, উতরাই পার হয়ে শেষে গিয়ে বিজয়ী হয়। এখানেও রূপকথার সব মশলাই ছিল। ঠিক যেভাবে লেকক চায় সেরকম। ১ম ম্যাচেই আর্জেন্টিনা হেরে গিয়ে রূপকথাকে আরো জমিয়ে দেয়। যে পেনাল্টিতে মেসির দুর্বলতা ছিল বেশী, সেই পেনাল্টিই নিতে হয় বেশী (৭ বারের মধ্যে ৬ বার সফল)। যেই টাইব্রেকারে আর্জেন্টিনা ২ বার কোপা জিততে পারেনি, সেই টাইব্রেকারেও এবার ২ বারই সফল তারা...
৩. ফাইনালে আরো নাটকীয়তা। ৮০ মিনিট পর্যন্ত যে দল এগিয়ে ছিল ২-০ তে সেই দল ৩ মিনিটে ২ গোল খেয়ে বসে। অতিরিক্ত সময়ে আবার এগিয়ে যায়, কিন্তু ফ্রান্সও আবার গোল শোধ করে। যাকে বলে, চূড়ান্ত লেভেলের ক্লাইমেক্স। এমন কি শেষ সেকেন্ডের হার্ট এ্যাটাক ধরানোর মত মার্টিনেজের ঐ সেভ। রূপকথার মতই টাইব্রেকারে মার্টিনেজের বুদ্ধিতে শেষ পর্যন্ত আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হয়...
৪. মেসি যত ভাল খেলোয়াড়ই হোক, তাকে সবাই(মেসি ফ্যানরা বাদে) ম্যারাডোনার নীচেই রাখত বিশ্বকাপ না জেতাতে। সেই সুযোগ আর নেই। মেসিই এখন সর্বকালের সেরা ফুটবলার...
৫. রাজনীতি নিয়ে আর তেমন আগ্রহ নেই। বিএনপি নিয়ে আশা নে্ই। ক্রিকেট নিয়ে মাতামাতি নেই। মেসি আর আর্জেন্টিনার জন্য ফুটবল নিয়ে আশা ছিল, এবার সেটাও মিটে গেল। বাকী জীবন মেসির বিশ্বকাপ প্রাপ্তির তৃপ্তি নিয়েই কাটিয়ে দেয়া যাবে...
১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালই বলেছেন...
২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন:
ওই রাত সারা ঢাকা ঘুরে বেড়িয়েছি। বাইকে বন্ধুকে পেছনে নিয়ে ঘুরেছি আর আনন্দ করেছি।
১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিশ্চয়ই জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে সেটা...
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭
ডার্ক ম্যান বলেছেন: ফুটবল যেমন অনিশ্চয়তার খেলা, রাজনীতিও ঠিক তেমন।
তবে বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনী সবসময় আনপ্রেডিক্টেবল প্লেয়ার। এবারও তেমন কিছু হলে অবাক হব না।
১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সম্ভাবনা কম। কারণ, তথাকথিত 'গণতান্ত্রিক' থাকার জন্য ও জাতিসংঘ, আমেরিকা, ইইউ সহ অন্যদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আশংকার কারণে সেনাবাহিনী ঐসব কাজ এখন আর করবে না। তাছাড়া সেনাবাহিনীতেও তেনার পছন্দের লোকই বসে আছেন...
৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০০
শূন্য সারমর্ম বলেছেন:
মরক্কো বিশ্বকাপ জিতলে তবে কি হতো?
১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শতাব্দীর সেরা অঘটন...
৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪
নীলসাধু বলেছেন: পেনাল্টি বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিলেন - হা হা।
তবে আর্জেন্টিনাকে অভিনন্দন জানাই। আমি ব্রাজিলের লুক হলেও অভিনন্দন জানাইতে কার্পন্য করি না।
১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পেনাল্টিতেই কিন্তু ব্রাজিল ঝরে যায়। মন্তব্যর জন্য ধন্যবাদ...
৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৫
কামাল১৮ বলেছেন: অনেক বছর কোন বিশ্ব কাপের খেলাই দেখা হয়।কি ফুটবল কি ক্রিকেট।কেন এমন হয়?
১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময়, বয়স, মনোজগতের পরিবর্তন...
৭| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৫
কামাল১৮ বলেছেন: দেখা হয় নাই।হবে
৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: এবার বিশ্বকাপ আর্জেন্টিনা জয়ী হওয়াতে বিশ্বের অর্ধেক মানুষ খুশি হয়েছে।
১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার চেয়েও বেশী খুশি হয়েছে। তবে সবচেয়ে বেশী খুশি হয়েছে বাংলাদেশের সমর্থকরা...
৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১
হাসান মাহবুব বলেছেন: এখনও বিশ্বাস হয় না। এখনও রিপ্লে দেখতে গেলে ভয় লাগে। লাস্ট মিনিটে যদি ফ্রান্সের গোলটা হয়েই যেত!
১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মার্টিনেজের সেভটা দেখলে এখনও ভয় লাগে, সত্যিই। ঐ মুহূর্তেই -১৪ এর মত কবর রচনা হত...
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী স্বর্ণ যুগে অন্য চিন্তা না করাই ভালো।