নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

কয়েকজন ভিআইপি\'র ফাঁসি না হলে দেশ লাইনে আসবে না...

০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫১



১. কয়েক বছর আগে চীনে দুধের মধ্যে মেলামিন মেশানোর কারণে অনেক বাচ্চা মারা যায়। তারপর তদন্ত করে দোষী কয়েকজনকে ফাঁসি দেয়া হয় ও অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। দোষীরা ছিলেন দুধ কোম্পানীরই বড় বড় কর্মকর্তা। সোজা কথায়, সমাজের শিক্ষিত শ্রেনীর লোকজন…
২. আমার সাবেক কর্মস্থলে ফ্যাক্টরীতে বয়লার পরিদর্শক কোন পরিদর্শন করা ছাড়াই সার্টিফিকেট দিত। বিনিময়ে সে কিছু টাকা পেত। তিনি পরিদর্শনে আসলে বয়লারের অনেক কিছু বদলাতে হবে মোট কথা অনেক খরচ করতে হবে, যেটা আমার বসও চায় না, আবার পরিদর্শকও টাকার বিনিমেয়ে সব ঠিক আছে লিখে দেয়। এখন আমার বস না হয় লোভে পড়ে টাকা বাঁচানোর জন্য ঘুষ দিয়েছে। কিন্তু আমার বসকে যদি ঐ সুযোগ না দিত তিনি তো ব্যবসা টিকিয়ে রাখতে বাধ্য হত বয়লার নিরাপদ রাখতে…
৩. ঠিক একই ভাবে কারখানা পরিদর্শক এসে টাকার বিনিময়ে সব (অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ইমার্জেন্সি এক্সিট, বিদ্যুৎ লাইন ইত্যাদি) ঠিক আছে বলে সার্টিফিকেট দেয়। যদি দুর্ঘটনা না ঘটে এসব এভাবেই চলছে, চলতে থাকবে। আর দুর্ঘটনা ঘটলে তখন বের হবে, এটা ঠিক ছিল না, ঐটা ঠিক ছিল না। কিন্তু তখন তো অনেকের জীবনই শেষ…
৪. বলা হচ্ছে, বেইলী রোডের বিল্ডিং-এ রেস্টুরেন্ট এর অনুমতি ছিল না (রাজউকের কমন ডায়ালগ)। কিছুদিন আগেও নাকি ফায়ার সার্ভিস থেকে নোটিশ দেয়া হয়েছিল ঝুঁকির বিষয়ে। এখন এসব যদি সত্যি হয় তাহলে ঐ কর্মকর্তাকে ধরা হোক। তিনি কী ব্যবস্থা নিয়েছিলেন সেটা জানাতে হবে। তিনি কেন প্রতিষ্ঠান সিলগালা করেননি? যদি তিনি বা তেনার বস ঘুষ খেয়ে চুপ করে থাকেন, তাহলে তাদের ধরা হোক। যদি আরো উপর মহলে এমনকি মন্ত্রীও এ ব্যপারে ওয়াকিবহাল থেকে থাকেন, তেনাকেও ধরা হোক। নোটিশ দেয়া প্রতিষ্ঠান কীভাবে ব্যবসা করে? পুরান ঢাকার কেমিক্যাল গুদাম কী সরেছে নাকি আরেকটা দুর্ঘটনা হলে আমরা জানতে পারব?
৫. আরেকটা ব্রেকিং নিউজ হলেই এ ঘটনা আমরা ভুলে যাব। কাজেই, শুরুটা করতে হবে এখনই। কিছু ভিআইপিকে এখনই ফাঁসি দিতে হবে। কিছু ভিআইপিকে জেলে নিতে হবে। বাংলাদেশে কয়জন দুর্নীতিবাজ কাস্টমস অফিসারের জেল হয়? কয়জন ঘুষখোর তিতাস কর্মকর্তার জেল হয়? কয়জন ঘুষখোর সরকারী অফিসারের জেল হয়? জেল, ফাঁসি না হলে এই জাতি কখনোই লাইনে আসবে না…

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



প্রাইম মিনিষ্টার মৃতদের পরিবারের সাথে দেখা করেছে?

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনো এরকম খবর আসেনি। তবে উনি আফসোস করেছেন ঘটনার পর...

২| ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:


উনি এগুলোকে সিলিয়াসলি নিলে, উনার প্রশাসনের লোকজন হুশিয়ার হতো; উনি এগুলোকে গুরুত্ব দিচ্ছেন না।

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি ক্ষমতায় থাকা নিয়ে চিন্তা করেন, দেশের প্রশাসন নিয়ে তেমন চিন্তা করেন না...

৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

নূর আলম হিরণ বলেছেন: ভিআইপিরা ঘোষণা দিয়ে বলে দিক, দেশ এভাবেই চলবে, থাকলে থাকেন, না থাকলে ভাগেন! তাহলে কারো আর কোনো কমপ্লেন থাকবে না।

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ, সেটাই। তাহলে আমরা আমাদের রাস্তা মাপতাম...

৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:০৬

ঢাবিয়ান বলেছেন: বেইলি রোডে আগুন: ২৫ হাজার টাকা করে পাবে নিহতদের পরিবার !!! ভিক্ষা দিয়েই এই দেশে শেষ করা হয় সকল দায় দ্বায়িত্ব।

যে দেশে আগে চাকুরি করতেন, শুনেছেন এই জাতীয় ভিক্ষার কথা ?

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ দেশে নাগরিক দের মৌলিক চাহিদার ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটলে সরকারি লোকদের বেশি শাস্তি দেয়...

৫| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২১

কামাল১৮ বলেছেন: চরম ভাবে জবাবদিহিতার অভাব।প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে।সুরু করতে হবে,উপরের লেবেল থেকে।কিন্তু করবেটা কে?

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমন না যে এরকম ঘটনা এই প্রথম। আজ পর্যন্ত দেখলাম না, দায়িত্বে অবহেলার জন্য প্রশাসনের কাউকে শাস্তি দিতে...

৬| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: বিচার বিভাগ , পুলিশ কে আলাদা করতে হবে । আপাতত এটাই বিকল্প ।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে কিম জং উন ক্ষমতায় থাকবে কিভাবে?

৭| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৪৯

করুণাধারা বলেছেন: কয়েকজন ভিআইপির ফাঁসি না হলে দেশ লাইনে আসবে না

ঠিক কথা! কিন্তু ফাঁসি দেবার মত ভিআইপি পাওয়া যাবে তো!!

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পরিবার মুক্ত দেশ হলে সবই পাওয়া যাবে...

৮| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ক্রসফায়ার বা ফাঁসি দিয়ে লাভ হবে না।
সবকিছু সিষ্টেমে আনা হলে অব্যবস্থা কমে আসবে।

আপনার মনে আছে কিনা জানিনা,
২০১৪ এর আগে দেশের সকল মিল কারখানা গার্মেন্টস ইন্ডাস্ট্রি একদম গাদাগাদি এবং ও অনিরাপদ অবস্থায় ছিল। চিকন সরু একটা সিঁড়ি, গাদাগাদি করে নামতে হতো, দ্বিতীয় সিঁড়িটা মালামাল ফেলে অকারনে বন্ধ রাখত। আগুন লাগলে বাঁচার কোন উপায় ছিল না। সরকার অনেক ভয় বেশি দেখিয়েছে চাপ দিয়েছে নোটিশ দিয়েছে কিন্তু কোন লাভ হয়নি। কারন শক্ত চাপ ছিল না।

কিন্তু তাজরীন অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ঘটনার কারণে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। আমদানি কারক রাষ্ট্র গুলো বায়ারদের বাধ্য করে। কলকারখানা নিরাপদ এবং বিশ্বমানের কমপ্লায়েন্স না হলে বাংলাদেশ থেকে কোন আমদানি হবে না।
এক বছরের ভিতরেই নাটকীয় পরিবর্তন হয়েছিল। বাংলাদেশেই আমেরিকান মানে কমপ্লায়েন্স ও গ্রিন সার্টিফিকেশনের অফিস স্থাপন হয়। এবং শত শত গার্মেন্টস গ্রীন সার্টিফিকেসন লাভ করে।
বর্তমানে অধিকাংশ পোশাক কারখানাই এখন আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স। নতুন নির্মিত সিমেন্ট, রড় ও ইস্পাত শিল্প কারখানাও কমপ্লায়েন্স ভাবে নির্মিত হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি নিরাপত্তা ও পরিবেশবান্ধব গ্রিন বা সবুজ পোশাক কারখানা এখন বাংলাদেশে। ফলে বিশ্বের গ্রিন পোশাক কারখানার আবাসস্থলে পরিণত হয়েছে বাংলাদেশ। । এছাড়া আরও প্রায় ৫০০টি কারখানা গ্রিন ফ্যাক্টরি স্বীকৃতির অপেক্ষায় আছে। সেটা শিগগিরই পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে গার্মেন্টসে শিশু শ্রম শূন্যের কোঠায়। কোন গাদাগাদি নেই, আছে প্রশস্ত সিঁড়ি, ফায়ার এক্সিট। মেডিকেল ট্রিটমেন্ট সেন্টার ডে কেয়ার কি নেই? বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক গ্রিন সার্টিফাইড কারখানা এই বাংলাদেশেই। এমন টা আগে কখনো কেউ ভাবতে পেরেছিল?
ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নিরাপত্তা ফিরিয়ে আনতে পারলে শহরের আবাসিক ও বানিজ্জিক ভবনগুলো নিরাপদ করতে পারা যাবে না কেন?
এখুনি কাজ শুরু করে দেয়া উচিত।

তাই এখনই সময়। পর্যাপ্ত চাপ দিলেই বহুতল ভবনগুলোতে একাধিক সিঁড়ি হবে নিরাপদ হবে, ফায়ার এক্সিট সিঁড়ি থাকবে।

০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে বুঝেন, আমাদের সঠিক লাইনে আনার দায়িত্ব কার? যেই মাত্র ব্যবসায়ীদের পেটে টান পড়েছে, সব ঠিক হয়ে গিয়েছে। একই ভাবে যখন রাজউক, ফায়ার সার্ভিস, ভোক্তা অধিকার সহ সব প্রতিষ্ঠানকে সঠিক ক্ষমতা প্রয়োগ করে বিচারিক ক্ষমতা প্রদান করা হবে - তখন সবাই লাইনে আসবে। কথা একদম সিম্পল। ব্যবসা করতে হলে এসব মানতে হবে। না মানলে, আউট...

৯| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২৪

এম ডি মুসা বলেছেন: পৃথিবীটা কি শান্তিপূর্ণ হয়েছে কখনো? নাকি নিজের শান্তি অর্জনের পর অন্যের কি হচ্ছে ভুলে যাচ্ছে। সবাই কি শান্তিতে বসবাস করে?

০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের মাপকাঠি হচ্ছে, কম অশান্তি না বেশী অশান্তি...

১০| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৯

ধুলো মেঘ বলেছেন: ফাঁসী তো হয়েছে। নিজামী, মুজাহিদ, সাকা চৌ - এরা কি ভিআইপি ছিলনা? তাতে কি অবস্থার কোন পরিবর্তন হয়েছে? অবশ্যই হয়েছে। দেশ কলঙ্কমুক্ত হয়েছে। আর কি চান?

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্যাগ খাওয়ার সম্ভাবনা আছে...

১১| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: ফাসিটা অনেক বেশি হয়ে যায়।
তারচেয়ে বরং প্রেস ক্লাবের সামনে লেংটা করে আধা ঘন্টা পেটানো যেতে পারে।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা তো আবার সভ্য জাতি, এসব করতে পারি না...

১২| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৭

যবড়জং বলেছেন: অনিরাপদ, যথাযত নিরাপত্তার রয়েছে অভাব এমন জায়গায় না গেলেই হয় ।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেরকম কয়জনই বা সিদ্ধান্ত নিতে পারে, বাইরের চাকচিক্য দেখে তো সবাই নিরাপদ মনে করে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.