নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আমার চাইনীজ বস বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খুবই সচেতন। শেখ হাসিনা, এস আলম, আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে শেষ করে দিচ্ছে বলে সবসময় আফসোস করতেন। প্রতিটা কাজে বাংলাদেশীদের 'আন্ডার মানি' দিতে হয় বলে তার খুব রাগ হত। শেখ হাসিনা পতনের পর তিনিও খুব খুশী হলেন...
২. শেখ হাসিনার পতনের কয়েকদিন পর আবার উনার মন খারাপ হল। কারণ, ড. ইউনুস আমেরিকাপন্থী। চায়না সরকার এটা পছন্দ করে না। আর যদি সেন্টমার্টিনে ঘাঁটি করার সুযোগ দেয়, তাহলে চায়না সরকার সাহায্য ও বাণিজ্য বন্ধ করে দিবে। হয়তো চাইনিজরাও আর বাংলাদেশে থাকবে না...
৩. শেখ হাসিনার পতনের পর ছাত্র/ছাত্রীরা যখন ট্রাফিক কন্ট্রোল করছিল, বস তখন খুব খুশী হলেন। রাস্তায় যত্রতত্র লেইন ক্রস করছিল না কেউ। সবাই সিগনাল মানছিল। ছাত্রদের উৎসাহ দেয়ার জন্য মাস্ক দিলেন। বললেন, ছাত্ররা পারবে সিস্টেম বদলাতে...
৪. কয়দিন পর আবার বসের সুর বদল। পুলিশ কেন এখনো নামছে না রাস্তায়? বিভিন্ন জায়গায় ছাত্ররা তাদের শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে। ছাত্ররা শিক্ষকদের মানছে না। বিভিন্ন সরকারী অফিসে কর্মচারীরা জোর করে উর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ করাচ্ছে। এভাবে তো সবাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিছু হলেই আন্দোলন করবে, রাস্তা ব্লক করবে -এটা তো ভাল লক্ষণ নয়...
৫. ব্যাংক যখন স্বাভাবিক হল ১ম সপ্তাহে নিয়ম করল এক বারে ১ লাখের বেশী তোলা যাবে না, পরের সপ্তাহে ২ লাখ, পরের সপ্তাহে ৩ লাখ। বস এবার রাগ করে বলল, এভাবে কি ব্যবসা করা যায়? তার চেয়ে ১৫ বছর আওয়ামী লীগ ছিল, দেশ একটা সিস্টেমে চলছিল। এখন ব্যবসার পরিবেশ ফেরত পেতে তো অনেক সময় লেগে যাবে...
৬. বসের একটা কাগজের জন্য সরকারী অফিসে অনেকদিন ধরে আসা যাওয়া করতে হচ্ছে উকিলকে। সরকারী কাজ, তাই ঘুষ (’স্পিড মানি’) তো লাগবেই! উকিল বসকে বললেন, টাকা লাগবে অতিরিক্ত, তাহলে কাজ হবে। বস জিজ্ঞেস করল, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে ঘুষ কে খাবে? উকিল জবাব দিল, বিএনপি পন্থী অফিসার..
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো দেখতে দেখতে হয়তো আমরাও থাকবো না। ইউনুস সাহেব এটা করতে গেলে আবার জনরোষের শিকার হতে পারেন...
২| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৬
কিরকুট বলেছেন: যেই লাউ সেই কদু !!! আগেই বলেছিলাম !!
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা ট্রানজিশান পিরিয়ড যাচ্ছে। একটু ধৈর্য্য ধরতে হবে। বসকে বলেছি, আপনাকেও বললাম...
৩| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৭
কিরকুট বলেছেন: লেখক বলেছেন: একটা ট্রানজিশান পিরিয়ড যাচ্ছে। একটু ধৈর্য্য ধরতে হবে। বসকে বলেছি, আপনাকেও বললাম...
দয়া করে ধৈর্যের মেয়াদ আগামী ১৫ বছর বলবেন না ।
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই না। তবে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গেলে আবারও আগের সিস্টেমে চলে যাবে দেশ - সেটাও মাথায় রাখবেন। এই ব্লগে আমি সবসময় ২ পরিবারমুক্ত দেশ এবং আর্মির কাছে ক্ষমতা দেখতে আগ্রহী...
৪| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৫
কিরকুট বলেছেন: হ্যা এটা সত্য !! তাহলে আপনাকে এই দুই পারিবারিক গৃহপালিত দল কে হয় চির মুক্তি দিতে হবে নতুবা পারিবারিক ব্যক্তিবর্গ কে দল মুক্ত করতে হবে । সম্ভব ?
এর পর আর এক প্রশ্ন এই দুই দল ব্যাতিত যারা আছে তাদের কি যোগ্যতা আছে নিজ দায়িত্বে দেশ পরিচালনার ?
জামাত ফামাত এবং এই ধরনের বাকি যারা আছে এরা কেবল পারবে ষড়যন্ত্র করতে । দেশ চালনা তাদের কম্য না ।
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপাতত শেখ হাসিনার পতনের মাঝেই সুখ খুঁজে নিতে হবে। পরেরটা পরে দেখা যাবে ’খন...
৫| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৪
ডার্ক ম্যান বলেছেন: ইউনুস সাহেব এটার গ্যারান্টি দিয়ে ক্ষমতায় বসেছেন। পেন্টাগনের নড়াচড়া দেখে তো চীন এত অস্থির হয়ে উঠলো।
এক ভিডিওতে দেখলাম, আরাকান আর্মি রাখাইনে ক্ষমতা নেওয়ার দ্বারপ্রান্তে।
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপাতত শেখ হাসিনার পতনের মাঝেই সুখ খুঁজে নিতে হবে। পরেরটা পরে দেখা যাবে ’খন...
৬| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৭
নতুন নকিব বলেছেন:
এত তাড়াতাড়িই সবকিছু ঠিক হয়ে যাবে- আশা করা বৃথা। সময় লাগবে। ধৈর্য্য ধরতে হবে। হাজারও ষড়যন্ত্র মোকাবেলা করে কঠোর সংযম নিয়ে দেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে। দেশ দু'টির সাধারণ জনগণের কথা বলছি না, তবে চীন রাশিয়ার শাসকরা ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদেরই দোসর।
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা কেউ ভাবছিও না সব রাতারাতি ঠিক হয়ে যাবে। আমরা ধৈর্য্য ধরেই আছি। তবে অধৈর্য্যদের সংখ্যা বেশী এই দেশে...
৭| ২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: শুধু আপনার বস নন, আমাদের মধ্যে অনেকেই এই রকম সমস্যায় ভুগছেন। তারা প্রায়সই "আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম" টাইপের টাইটেলে লেখা ও ফেসবুক পোষ্ট দিচ্ছেন।
আফসোস, পশ্চাৎদেশের গুড়া কৃমির ঔষধ থাকলেও মনের গুড়া কৃমির কোন ঔষধ এখনও আবিস্কার হয়নি!
২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আফসোস লীগের পোস্ট গুলো দেখলে শেখ হাসিনাও টাশকি খাবে...
৮| ২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
মাকার মাহিতা বলেছেন: আপনার কথায় যুক্তি আছে!
২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
৯| ২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
কামাল১৮ বলেছেন: আন্দোলন কারিয়া ধৈর্য্য ধরতে রাজি না।তাদের প্লান বি তারাতারি কার্যকরী করতে হবে।
২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশা করি জনগণ আবার ধোঁকা খাবে না...
১০| ২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৫
শেরজা তপন বলেছেন: ওর চিন্তা ভাবনার সাথে বাঙ্গালীয় চিন্তা ভাবনার খুব একটা ফারাক নেই
২৮ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকদিন বাংলাদেশে থাকার কারণে...
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৯
ডার্ক ম্যান বলেছেন: চীন মির্জা ফখরুল ইসলামকে ভালোই টোটকা দিয়েছে। তাই তিনি প্রতিদিন নির্বাচনের কথা বলছেন।
মার্কিন ঘাঁটি চীনারা বার্মার বিদ্রোহীদের দিয়ে ধবংস করবে।