নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

মতিয়া চৌধুরী lucky! শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ সেলিম, হাসানুল হক ইনু-রা ১০০ বছর বাঁচুক কামনা করি…

১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৪



১. মৃত্যু হলেই ইহজগতের সব কিছু শেষ হয়ে যায়। মৃত্যু পরবর্তী জগতে ঐ ব্যক্তির কী অবস্থা হয় তা আমরা জানি না। আবার ঐ ব্যক্তিও দুনিয়ার কিছু আর জানতে পারেন না। কোন অপরাধী স্বাভাবিক মৃত্যুবরণ করলেই বরং তার জন্য সুবিধাজনক হয়ে যায়। কারণ, দীর্ঘদিন জেলে থাকা বা দিনের পর দিন বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়ানোটা মানুষের জন্য খুবই অপমানজনক…
২. বাংলাদেশের গড় আয়ু হিসাবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু সহ ফ্যাসিবাদের দোসরদের প্রায় সবারই বয়স গড় আয়ু পেরিয়েছে। কিন্তু তেনারা কখনোই নিজেদের মৃত্যুর কথা ভাবেন নি। তেনারা কখনোই ভাবেননি নিজেদের ক্ষমতা ছাড়তে হবে। তেনারা কখনোই ভাবেননি শেখ হাসিনা থাকতে তেনারা কখনো পরাজিত হবেন। এমনই কঠিন এক ব্যবস্থা তেনারা তৈরি করেছিলেন আজীবন তেনাদের কিছুই করতে পারত না কেউ…
৩. কিন্তু আল্লাহর কী ইচ্ছা! তেনাদের জীবদ্দশাতেই আমাদের এমন এক পতন দেখালেন! আবারও প্রমাণিত হল জনতার শক্তির কাছে স্বৈরাচার কিছুই না। শেখ হাসিনা সবচেয়ে বেশী ঘৃণা করতেন যে দুজনকে সেই খালেদা জিয়া আর ড. ইউনুস এখনও জীবিত। আরও অপমানের বিষয় ড. ইউনুসই এখন ক্ষমতায়। হয়তো বা আমরা এ থেকে শিক্ষা নিব না। কিন্তু তাতে কী! আমাদের সময়কালের স্বৈরাচারের (যেহেতু এরশাদকে ছাড়িয়ে গিয়েছেন শেখ হাসিনা) পতন তো দেখে গেলাম। আরেক স্বৈরাচার যদি আসে বা যখন আসবে তখন আমরাও এই জগতের বাসিন্দা থাকব না। তাই আমাদের তাতে কিছুই যায় আসে না…
৪. স্বৈরাচারের দোসরদের গুটি কয়েকজন ছাড়া বেশিরভাগই পালিয়ে গিয়েছেন। শত শত কোটি টাকা পাচার করে নিজেদের জন্য নিশ্চিন্ত জীবন ঠিক করে রেখেছেন। কিন্তু আসলেই কী এটা জীবন? বিশ্বের যেখানেই থাকুক তেনারা ঘৃণার পাত্র হিসাবেই থাকবেন। তেনাদের পরিবারের সদস্যরা আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না। তেনারা যত বেশী বছর বাঁচবেন তত বেশী এটা উপলব্দি করবেন। এটাই তেনাদের দুনিয়াবি শাস্তি...

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন বেঁচে থাকাকালিন আরেক বার ভোট দেওয়ার আশা করতে পারছি।

১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইনশা আল্লাহ...

২| ১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৩

রাসেল বলেছেন: তেনাদের অপমানবোধ !!!! হাসাইলেন জনাব । মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব, তবে তার আচরণের কারণে নিকৃষ্ট জীবে পরিণত হয় ।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পোস্ট দেয়ার সময়ও ভাবছিলাম, তেনারা কি আদৌ মানুষের পর্যায়ে ছিলেন???

৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:



দেশের ৫৩ বছর সময়ে, মুক্তিযোদ্ধা মতিয়া ছিলেন একমাত্র সৎ ও দক্ষ রাজনীতিবিদ; উনি আরও বেঁচে থাকলে ভালো হতো; উনার পরলোক গমণকে "লাকী" বলা ভুল হচ্ছে! উনার অনুসারী ১০/১২ কোটী মানুষ এখন দেশে আছেন।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি বাস্তবতা থেকে দূরে আছেন...

৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৯

শাহিন-৯৯ বলেছেন: সোনাগাজী বলেছেন- দেশের ৫৩ বছর সময়ে, মুক্তিযোদ্ধা মতিয়া ছিলেন একমাত্র সৎ ও দক্ষ রাজনীতিবিদ; উনি আরও বেঁচে থাকলে ভালো হতো; উনার পরলোক গমণকে "লাকী" বলা ভুল হচ্ছে! উনার অনুসারী ১০/১২ কোটী মানুষ এখন দেশে আছেন। বলি-আমিন। এটা কি ঘুমের মধ্যে থেকে স্বপ্নে করা জরিপ? উনি জীবিত থাকতে উনার আসনের সংসদ নির্বাচনে এক কেন্দ্রে ১১০% ভোট পড়েছিল পরে ঠিকঠাক করা হয়। এতো সত রাজনীতিবিদ সত্যিই বিরল।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সোনাগাজী ভাই দেশ থেকেও দূরে, বাস্তবতা থেকেও দূরে...

৫| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১১

শাহিন-৯৯ বলেছেন:

আমি চাই আল্লাহ যে খুনি হাসিনাকে যেন আগামী নির্বাচন পর্যন্ত বাঁচিয়ে রাখেন যেন দেখে যেতে পারেন নির্বাচন কিভাবে আনন্দমূখর করা যায়।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

৬| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



@শাহিন-৯৯ ,

উনি আপনার মতো রাজনীতিবিদ ছিলেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.