নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

দামাদাম মাস্ত কালান্দার - গানটি মুসলিমদের জন্য শির্ক এর পর্যায়ে পড়ে...

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭



১. যে গান নিয়ে বাংলাদেশের সবাই এখন মাতোয়ারা হয়ে আছে, সেই গান একটা শিরকি (আল্লাহর সাথে শিরক করা) গান। প্রথম আলোতে গানটার যে অর্থ দেয়া হয়েছে তা হলো -
২. ‘ও লাল মেরি, পাট রাখিওবালা, ঝুলেলালান/ সিন্দরি দা, সেহওয়ান দা, সাখি শাহবাজ কালান্দার। দামা দাম মাস্ত কালান্দার/ আলী দা পেহলা নাম্বার’। এর অর্থ হলো ‘হে আমার লাল, আমাকে সর্বদা রক্ষা করো, ঝুলেলাল। সিন্ধ ও সেহওয়ানের বন্ধু, প্রিয়জন শাহবাজ কালান্দার। প্রতি শ্বাসে, প্রতি মুহূর্তে—কালান্দার মহান। সবার আগে আলী (রা.)।’ এ ছাড়া গানে আছে ‘হার দম পীড়া তেরে খের হোভে/ নাম-এ-আলী বেদা পার লাগা ঝুলে লালান’, যার অর্থ ‘হে পীর, তোমার নাম সর্বদা কল্যাণে ভরা থাকুক। আলী (রা.)-এর নামে, আমার নৌকাকে তীরে পৌঁছে দাও, প্রিয় ঝুলেলাল।’
৩. এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে, পীরের কাছে সর্বদা রক্ষা করার জন্য চাওয়া হচ্ছে। অথচ পীর নিজেই নিজের আমল নিয়ে কতটুকু হিসেব দিতে পারবে সেটা কেউ জানি না। আবার হযরত আলী (রাঃ)-কে শ্রদ্ধা জানানো হয়েছে যা মূলত শিয়া সম্প্রদায়রা করে থাকে। অথচ আমরা জানি, মহানবী (সাঃ) এর কাছেও কিছু চাওয়া যাবে না, সেখানে আলী (রাঃ) তো আরো পরে...

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩

কলাবাগান১ বলেছেন: গানকে শুলে চড়ানো হোক

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মভীরুদের জন্য সচেতনতা। মন্তব্যর জন্য ধন্যবাদ...

২| ২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের এসব শিরক হতে রক্ষা করুন।

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন...

৩| ২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০

পদ্মপুকুর বলেছেন: এই গানটা অন্য অনেকের মত আমারও খুবই ভালো লাগতো। মাঝে মধ্যে গুনগুন করে গেয়েছিও। গানটা প্রথম ভালো লাগে সম্ভবত ২০১৬ সালের ফোক ফেস্টে নুরান সিস্টার্সের পারফর্মেন্সে। তারপর আবিদা সুলতানার গলায় শুনেছি, রুনা লায়লাসহ আরও অনেকের গলায় শুনেছি। রিসেন্ট কোক স্টুডিওতে রুনা লায়লার গাওয়া গানটাও দেখেছি। একবার ভারতীয় একটা চ্যানেলের রিয়েলিটি শোতে রুনা লায়লা, লতা মুঙ্গেশকর, আবিদা সুলতানা এবং আতিফ আসলামের একসাথে গাওয়া এই গানটা অসাধারণ একটা ভাইব তৈরি করেছিল।

কিন্তু এটার অর্থ যে এ রকমের হতে পারে, সেটা মনে আসেনি। প্রথম আলোর ওই প্রতিবেদনটা দেখে খানিকটা তব্ধা খেয়ে আছি! এখন আর গুনগুন করে গানটা গাইতে পারছি না। আমার কাছেও মনে হয়েছে যে এই গানটা শির্ক এর পর্যায়ে পড়ে।

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার মতই হুবুহু আমার অনুভূতি। ভারতীয় একটা চ্যানেলের রিয়েলিটি শোতে রুনা লায়লা, লতা মুঙ্গেশকর, আবিদা সুলতানা এবং আতিফ আসলামের একসাথে গাওয়া এই গানটা তখনও ভাল লেগেছিল। কিন্তু প্রথম আলোতে এই গানের মর্মার্থ পড়ার পর মনে হল, সবাইকে জানানো দরকার...

৪| ২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আইনস্টাইন বলেছেন, গানকে শুলে চড়ানো হোক!

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণতান্ত্রিক দেশ, সমস্যা নেই...

৫| ২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

কলাবাগান১ বলেছেন: রুনা লায়লার তিনবার ফাসী চাই....শিরক প্রচার এর জন্য... - রাজাকারদের দাবী

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রুনা লায়লাতো ৫০ বছর ধরেই গাইছে এই গান। তবে কোক স্টুডিও'র ফাঁসি চাওয়া যেতে পারে এই গান নতুন করে প্রচারের জন্য!!!

৬| ২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৪

শ্রাবণধারা বলেছেন: এই লাল, ঝুলেলাল জিনিসটা কী? এখানে কি পীরের কথা বলা হচ্ছে নাকি আল্লাহর কথা?

এটা কি গান নাকি প্রার্থনা সংগীত?

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ পীরকে সবাই লাল নামে ডাকত। সুফিরা বা পীর মাজার ভক্তরা এভাবেই পীরের কাছে প্রার্থনা করে থাকে। প্রথম আলোর পুরো লেখাটা পড়তে পারেন এখানে...
view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.